আমিও কারো গলায় দিতে পারি ঝুলিয়ে ফাঁসির দড়ি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ নভেম্বর, ২০১৫, ০৮:০৪:৫০ রাত

উনিশশ' একাত্তুর ! কত যে শোকাতুর ,

ছিল হারাবার বেদনায়, জীবনের আয়নায়

দেখা একাত্তুর অম্লান আজো মনে, জীবন যুদ্ধের জয়গানে |

হায়, একাত্তুরের দেখি একি প্রতিবিম্ব, আজ আমি নির্বাক, হতভম্ব,

বিজয় আনেনি কোনো উদারতা, দেশ জুড়ে এ'কোন বর্বরতা?

একি হিংসা ছড়ানো, বিদ্বেষ জড়ানো |

গুন,খুন আর ফাসি, জানাজায় হামলা আর মিষ্টিমুখ, হাসি,

ক্রান্তিকালের এই বেলা, একাত্তুর বেঁচে কে করে রক্তের হোলি খেলা ?

কে বিক্রি করে একাত্তুরের বিজয়, আমি থাকতে আর নয় ,

সাবধান ধান্দ্বাজের দল, তুলে রাখা অস্রের ঘুরিয়ে দেব কিন্তু নল |

স্বৈরাচার আমিও হতে পারি, কারো গলায় দিতে পারি ঝুলিয়ে ফাঁসির দড়ি !

বিষয়: বিবিধ

৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File