যদ্যপি তিনি প্রধানমন্ত্রী...

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০২ অক্টোবর, ২০১৫, ০৪:২১:৫৬ রাত

চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার,

পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবার |

হেথা নয় ওথা নয় খোদ জাতিসংঘে ,

এনেছে কবে কে এত সন্মান এই বঙ্গে!

পুরস্কার গুরুভার, মহা এই অর্জন,

ভার বইতে আছে সঙ্গী রেকর্ড দুইশ জন !

এই আনন্দ ক্ষণে আজ তবুও উদাস এ’মন,

ভাবে শুধু রূপসা নদীর পাড়ের সুন্দরবন |

পাবো কি তাকে আর নিঃসীম সবুজ শ্যামলে,

যদি হারায় হটাত কখন রামপালের ছোবলে |

তিতাস নদীর স্রোতের অযুত ভাজে

জড়ানো সুখস্মৃতি ছিল যে দিনগুলোয় ,

নেই আজ শুকনো নদীর বালির খাজে ,

পলির চাদরে হারিয়েছে বিস্মৃতির ধুলোয় |

একদা নদীমাতৃক ছিল তাঁর ছোটো দেশটা

কোথায় হারালো সবুজ শ্যামল সে’পরিবেশটা?

স্রোতস্বিনীগুলো বদলে গেছে ধুধু বালুর চর

তবুও পুরস্কার আনন্দ চলবে বুঝি বছর ভর

কে দায়ী বলা যাবেনা, হতে হবে তবে ষড়যন্ত্রী

দুর্ভোগে জীবন যাবে যদ্যপি তিনি প্রধানমন্ত্রী |

বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344024
০২ অক্টোবর ২০১৫ রাত ০৪:৩৩
শেখের পোলা লিখেছেন : আজব এ জাতি সংঘ,
মাঝে মাঝে দেখায় রঙ্গ৷
ধন্য আজি বঙ্গভূমী,
সংঘরাজের কদম চুমি৷
344025
০২ অক্টোবর ২০১৫ রাত ০৪:৪৯
ইবনে হাসেম লিখেছেন : পুরুস্কারে পুরুস্কারে সয়লাব হাসিনা
এ যেন একই গাঁথা ঠিক যেন তসলিমা
যদিও দুইজনের মাঝে আছে ব্যবধান
কেমন করিয়া বলি ইহা জাতিসংঘেরই অবদান
344026
০২ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫১
ইবনে হাসেম লিখেছেন : জাতিসংঘ যে আজ মোড়ল দেশ আমেরিকার পূর্ণ গোলামে পরিণত হয়েছে তা সাধারণের নিকট স্পষ্ট হয়ে গেছে। আমেরিকার ইশারাতেই সে নাচে আর গায়।
344045
০২ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : পুরস্কার প্রাপ্তিতর পর ডাহুক ডাকিল খালেদার হাত বান্তে সেই নাকি ইটালির মাথায় ইট ভেঙ্গেছে...!দায় স্বীকারকারীদের দায়মুক্তির পায়তারা তাইলে বাবায় কি খাইবেনা ধরা..!ইটালিরা এবার ইট নয় পাথর মারবে বলে...... অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File