খাল কেটে কুমির আনা এবং অতপর...
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০১ অক্টোবর, ২০১৫, ১০:১৩:১৪ সকাল
"খাল কেটে কুমির আনা"
বাগ ধারাটাই এতদিন ছিল জানা |
আজ এই বাংলাদশে হয়েছে সত্যি ,
লাভ হলো কি কারো তাতে এক রত্তি?
ছোটো সুন্দর এই দেশতো,
সুখে দুখে ছিল বেশতো |
ভোটবিহীন নির্বাচনে পাওয়া ক্ষমতা,
কে চায় ছাড়তে দিয়ে নির্বাচনী সমতা ?
ইসলামী জঙ্গি আর তালেবান,
বলে প্রশাসন হলো পেরেশান |
কুচক্রী বিদেশী প্রভু খুশি হবে ,
দেশটা না হয় মৌলবাদী আখ্যাই পাবে |
কি আর হবে যদিই বা ঝরে তাতে রক্ত ,
আরদ্ধ ক্ষমতা হবে আরো পাকাপোক্ত |
ক্রিকেট অস্ট্রেলিয়ার সফর হয়েছে বরবাদ,
তাতেই বুঝি পরেছে মুখে চপেটাঘাত |
বিদশীদের নিরাপত্তা এলার্ট জারি যেই হলো,
তাতেই সরকারী সম্বিত বুঝি ফিরে এলো |
জঙ্গি জঙ্গি খেলা এবার হয়েছে মরণ,
সাংসদ, মন্ত্রী সাথে সমস্ত প্রশাসন
গাইছে কোরাস তালিবান আর জঙ্গি,
সব ভুল, এদেশে নেই তাদের কোনো সঙ্গী|
খাল কেটে কুমির এনে করলে চিত্কার,
ঠেকানো যায় কি কারো সর্বনাশ আর?
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন