হরিষে বিষাদ

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১২:০৪ সকাল

ভোটহীন নির্বাচনে কোথায় পাবে সঙ্গী

মুখে তাই ফেনা উঠেছিল বলে জঙ্গি জঙ্গি |

ইসলামিক জঙ্গি বলে গলাফাটানো চিত্কার,

ছিল বুঝি তাদের শুধুই গদি দখলের হাতিয়ার|

মিথ্যে দিয়ে গড়ে তোলা ভুলের প্রাসাদ,

হয়ে গেছে আজ হরিষে বিষাদ |

উপর দিকে থুথু দিলে পরে এসে নিজের গায়

কেউ ভুলতে চাইলেই কি তা আর ভোলা যায়!

অস্ট্রেলিয়া ক্রিকেটের সফর করবেনা বলেছে অবশেষে,

জঙ্গি জুজুর ভয়েই সারা খেলবে কি বাংলাদেশে !

পুলিশ মন্ত্রী প্রশাসন যন্ত্র এবার রব তুলেছে সবে,

জঙ্গি টঙ্গী কোথায় ছিল এদেশে আবার কবে?

মিথ্যা বেসাতির এ'লজ্জ্বা রাখবো আর কোথায় !

নিজের মুখে কেউ থুথু দিলে কেইবা তাকে বাঁচায়?

বিষয়: বিবিধ

৯৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343677
২৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৮
হতভাগা লিখেছেন : অতি চালাকের গলায় দড়ি

আর , ইতালিয়ান নাগরিকের হত্যাকান্ডের পর বিষয়টা'' গোঁদের উপর বিষফোঁড়া '' হয়ে দেখা দিয়েছে ।
০২ অক্টোবর ২০১৫ রাত ০৪:২৮
285397
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:ঠিকই বলেছেন|ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File