প্রফেসর জাফর ইকবালের জন্য কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৯:৩৫ রাত

(অনলাইন নিউজ পোর্টালে বৃষ্টি ভেজা শোকস্থব্ধ আপনার নির্বাক মুখ দেখে...)

না হয় খেলেনই ছাত্রের খানিকটা ঘাড়ে ধাক্কা,

তাতেই কি ধুলায় লুটাবে ইজ্জত আপনার কখনো?

দামী টাইলসে বা শক্ত পাথরে আছে তা বাধানো,

চাইলে এ'ইজ্জত থাকবে আজীবন পাক্কা !

অবনত চোখ, শোকস্থব্ধ মুখ দেখালো বিধ্বস্থ পরাজিত,

বৃষ্টির জল কি পারে মোছাতে বেদনার এই গ্লানি যত !

ভুলে যাওয়া প্রবাদ স্বরণ করি আজ, এই অবেলায়,

দুধ কলায় কখনো কাল সাপ কি পোষা যায়?

সরকার তোষণ ছাড়তে হবে, মন্দকে মন্দ বলতেই হবে,

মিথ্যে তোষামোদীতে শিক্ষকের সন্মান বেড়েছে কবে?

ক্ষমতাসীনের তোষামোদী, অনন্তর পদলেহন,

সুবিধা দেবে ক্ষনিকের, চলে যেতেই বা কতক্ষণ?

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339650
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : ইজ্জতির ইজ্জত ঠেংগা বাড়ি দিলেও যায় না।
339658
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৫৪
কাব্যগাথা লিখেছেন : প্যারিস থেকে আমি:অবস্থা দেখেতো তাই মনে হচ্ছে|ধন্যবাদ মন্তব্যের জন্য|
339673
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪৪
রক্তলাল লিখেছেন : ছাত্রলীগত নয় বাপু - এ'যে ব্রাহ্মণের পুতগণ।

ওরা স্বীয় স্ত্রীর গাত্রে যতসামান্য ছোঁয়া দিয়েছে তাতে কি হয়েছে ল'?

পঞ্চপান্ডব দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল সেই জাতীয় কোনো কম্মত রামের পুতেরা করেনিক।
তা নিয়ে এত হইচই এর কি প্রয়োজন বল দেখিনে!
ওদের যে গুরুদন্ড দেওয়া হয়েছে তা মহা অন্যায় হয়েছে।

স্বীয় স্ত্রীকে আরো ঘষা মাজাও যদিও করে পরবর্তীতে তাও পূণ্য হবে গো। কারণ ওরা যে ব্রাহ্মণের বীজ!

০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০৬
281023
কাব্যগাথা লিখেছেন : রক্তলাল:মন্তব্যের জন্য ধন্যবাদ | উনি এখন জাফর ইকবালানন্দ !
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১০
281024
রক্তলাল লিখেছেন : ঠিক- এরশাদের কিছু চাটুকার ছিল যারা স্ত্রী উপহার দিয়ে মন্ত্রিত্ব বাগাত।
এই পাগল তালে ঠিক - স্ত্রীকে ঠাকুরপুতদের কাছে বিসর্জিত করে চাকুরী রক্ষা করছে।
339685
০৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৮
হতভাগা লিখেছেন : শিশুদের তরফ থেকে আরও বড় কিছু হয়ত অপেক্ষা করছে উনার জন্য
০৫ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২০
281070
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:সম্ভাবনা আছে খুবই| ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File