একদিন ঢাকায় হঠাত জলাবদ্ধতায়

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১০:৪৩ সকাল

ভাদ্রের তালপাকা গরম সেও তুচ্ছ করেছি হেলায় ,

আকাশ ভরা ছিল মেঘের আল্পনা দ্বিপ্রহরের বেলায় |

উদ্দেশ্যহীন রিক্সায় ঘুরাঘুরির আনন্দে ছিল মন ভরপুর,

হটাতই হতাশার অমানিশায় বদলে গেল বর্ষার দুপুর |

শহরের চেনা পথঘাট, কত ধুলোবালি যার গাঁয়ে মেখেছি,

বিশ্বাস হোলোনা সেই পথ চলতে কাল কি দেখেছি!

স্বাধীনতার চেতনায় উজ্জীবিত ডিজিটাল উন্নয়নের নমুনায়,

ধানমন্ডির চেনা পথ বদলে গেছে বুঝি পদ্মা, মেঘনা বা যমুনায়!

গণতন্ত্র প্রবাসী, বিচারের বাণী আজ কাঁদে প্রকাশ্যে,

নীতি,ন্যায়, নিয়েছে বিদায় দুরাচার বুঝি শুধু হাসে |

মুখবন্ধ দমবন্ধ, হত্যা, গুম খুনের বাংলাদেশে,

আকাশ অঝোরে কি কাঁদলো আজ বৃষ্টির ছদ্দবেশে?

প্রিয় ঢাকা তুমি নও শুধু তৃতীয় বিশ্বের এক রাজধানী

শহর, এই হৃদযে তুমি ছিলে, আছো হয়ে চির রাজরানী |

আমার মনের ঘৃনাটুকু সব, আজ যত অভিশপ্ত উচ্চারণ

তাদের জন্য শুধু, বাসযোগ্য রাখতে তোমায় ব্যর্থ যেই প্রশাসন |

বিষয়: বিবিধ

৯২৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339532
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৮
রক্তলাল লিখেছেন : বড়ই সুন্দর
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২২
280882
কাব্যগাথা লিখেছেন : রক্তলাল:অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |
339534
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০৮
হতভাগা লিখেছেন : ঢাকাবাসীর দ্বারা প্রকৃতি বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে । এটা প্রকৃতির পক্ষ থেকে প্রতিশোধ ।

বৃষ্টি হলে সেই পানির নিষ্কাশন ব্যবস্থা ঢাকা শহরের নেই , এটা আমি গত ৩০ বছর থেকেই দেখে আসছি ।
339536
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৩
কাব্যগাথা লিখেছেন : হতভাগা: খুব বেশি দ্বিমত করছিনা আপনার সাথে|কিন্তু প্রতিটা বিল্ডিং থেকে শুরু করে কোনো কনস্ট্রাকশন যাতে এই জলাবদ্ধতা না তৈরী করতে পারে এটা দেখার জন্যতো পুরো একটা মিনিস্ট্রি,তার মন্ত্রী থেকে শুরু করে অতিরিক্ত আরো একজন মেয়র আর তার বিশাল বাহিনী সহ একটা মাথাভারী প্রশাসন আছে | বিশাল বাজেটও আছে|সবকিছুর যোগফল আমাদের জন্য একটা ঘোরার ডিমও আছে | এই দু:খ থেকেই এই কবিতা | ধন্যবাদ মন্তব্যের জন্য|
339559
০৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৩
শিকারিমন লিখেছেন : সুপার বিউটি। Applause Applause
339614
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০৬
কাব্যগাথা লিখেছেন : শিকারিমন:অনেক ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File