ক্রসফায়ারে সরকার দলীয় সমর্থক হত্যা এবং ইত্যাদি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২২ আগস্ট, ২০১৫, ০৪:১৬:৪৯ রাত

লগি, বৈঠা, হত্যা, গুম নিয়েই হয়েছিল আগমন,

দেখেছিল সবাই, শংকা ছিলই তবুও কেউ বলেছে স্বাগতম |

ভুক্তভোগী সবাই দানব দানব বলে করেছিল চিত্কার,

নিরপেক্ষ সবাই সায় দিয়েছে, শুধু দেয়নি সরকার |

ছাপোষা পেশাজীবী বুদ্ধিজীবী মিডিয়ার দাবি ছিল ক্রসফায়ার,

মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাস দমনে অতি দরকার |

দুধ-কলা দিয়ে পোষা কালসাপ বুঝি তুলেছে ফনা,

বিরোধী দল, সরকার র্যাবতো আর মানে না !

ক্রসফায়ারে হতাহতের বাড়ছে দলীয় কর্মী সংখ্যা ,

এতদিনে বুঝি হয়েছে বোধদয়, দেখা দিয়েছে আশংকা |

নেতা কর্মী নিহত, অব্যাহত র্যাবের ক্রসফায়ার,

মন্ত্রিমহদয় বলছেন এখন বিচার বিভাগীয় তদন্ত দরকার !

অন্ধ মিডিয়া, ছাপোষা পেশাজীবী, বুদ্ধিজীবী সব মিলে হায়,

মন্ত্রীর বাণী প্রতিধ্বনী করে আজ বিচারের দাবি জানায় !

অট্যহাসি হাসবনা, সায় দিয়েছি বিচারের, তবু ভাবি হায়,

স্বৈরাচারের বসনে কি আর গণতন্ত্র পাওয়া যায়?

বিষয়: বিবিধ

৯৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337436
২২ আগস্ট ২০১৫ সকাল ০৬:৪৮
শেখের পোলা লিখেছেন : ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন,
সহেনা পরাণে তোমার কেনগো এখন!
পুশিলাম বিড়াল যতন করে,
মারিল থাবা মুখের পরে৷
২২ আগস্ট ২০১৫ সকাল ০৭:০১
279101
কাব্যগাথা লিখেছেন : শেখের পোলা: চমত্কার! দারুন ছড়া মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ |
337442
২২ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৫
রক্তলাল লিখেছেন : আগের দু-একটা কবিতায় যেরকম অন্তর্মিল ছিল - তা এখানে পাচ্ছিনা।

গদ্য কবিতা ট্রাই করুনত Happy দেখি কেমন হয়।

337453
২২ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪২
কাব্যগাথা লিখেছেন : রক্তলাল:দেশের খুব মনখারাপ করা রাজনৈতিক অবস্থার কথাই শুধু বলতে চেয়েছি|কবিতা হলো কিনা বা তা থেকে বিচ্যুত হয়ে গেল কিনা তা খুব একটা ভাবিনি|এই ভাঙ্গাচোরা (বা কবিতা না হয়ে উঠতে পারা)কবিতাও যে পড়ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ |
337475
২২ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৩
হতভাগা লিখেছেন :
২২ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৭
279155
রক্তলাল লিখেছেন : নিরীহ কুত্তাগুলার কামড়াকানড়ির ছবি না দিয়া আমুলীগের শোক পালনে কোপাকোপির ছবি হইলেও চলত Happy
২৩ আগস্ট ২০১৫ রাত ০৪:০৫
279318
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:এত কঠিন করে বলতে চাইনি | আমার আক্ষেপটুকুই শুধু বলতে চেয়েছিলাম| আপনি ফটো দিয়ে একেবারে স্পষ্ট করে বুঝিয়েই দিলেন!ধন্যবাদ নিন |
২৩ আগস্ট ২০১৫ রাত ০৪:০৮
279319
কাব্যগাথা লিখেছেন : রক্তলাল:দ্বিমত করার সুযোগ কম যে ওটাও মানানসই হতো |ধন্যবাদ |
337656
২৩ আগস্ট ২০১৫ রাত ০১:০০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দারুণ লিখেছেন ছন্দে ছন্দে.... ধন্যবাদ।
২৩ আগস্ট ২০১৫ রাত ০৩:৫৪
279317
কাব্যগাথা লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File