পাঁচ পার্সেন্ট ভোটের সরকার আর আজকের উপলব্ধি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২০ আগস্ট, ২০১৫, ০৯:১৭:১০ রাত

যখন ভোট চুরির নির্বাচনে এলো নুতুন সরকার,

উদাসীন আমি ভাবিনি কি আমার দরকার |

হেফাজতের আলেমদের রক্তে রাঙ্গা হয়েছে দেশ,

দুরে দাড়িয়ে দেখেছি, মনে মনে বলেছি, বেশ

যত ধর্মান্ধ মৌলবাদী এটাইতো এদের পাওনা,

ধর্ম নিরপেক্ষতার ভান ধরেছি দেইনি কোনো স্বান্তনা |

পাঁচ পার্সেন্ট ভোট চল্লিশ পার্সেন্টে বদলে গেছে ,

পুলিশ প্রশাসন সবাই ভোট চোরের পক্ষ নিয়েছে |

হলুদ মিডিয়া সুষ্ঠু নির্বাচনের কোরাস গেয়েছে,

তবুও ভেবেছি কিছু বলতে আমার বয়েই গেছে |

আন্দোলনে নেতা কর্মী গুম আর খুন হলো,

মিথ্যে মামলায় আর হামলায় জেলে গেল |

ভেবেছি এসেছে ধর্ম নিরপেক্ষ সরকার,

মৌলবাদ রুখতে কঠোরই হওয়া দরকার |

আইন-আদালত, পুলিশ, প্রশাসন আজ ধামাধরা, অন্ধ,

গণতন্ত্র, সত্য, ন্যায় বিচার যেন লোহার গরাদে বন্ধ |

তবুও বলেছি এ'আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সরকার ,

বলিনি গণতন্ত্র হয়না প্রতিষ্ঠা না থাকলে ন্যায় বিচার |

নিউজ মিডিয়া, ইন্টারনেট, ব্লগে নজরদারি,

বাক, ব্যক্তি স্বাধীনতার হাত পায়ে পরেছে বেড়ী |

তখনও ভেবেছি এটা নয় অহেতুক কড়াকড়ি,

মৌলবাদ ঠেকাতে এইনীতি আজ খুব দরকারী |

সত্য বলে প্রবীর সিকদার যখন গরাদের আড়ালে,

হঠাতই যেন সবাই জেগে উঠেছে চোখ কচলে |

প্রশাসন হয়েছে দানব, সবাই করছে হায় হায়,

খাল কেটে কুমির এনে কি আর সুখে বাঁচা যায়?

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337201
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৯
রক্তলাল লিখেছেন : কিছু গুন্ডা পান্ডা নির্বাচনকে মুখে পুরে স্বঘোষিত সরকার সেজেছে।

এরা শীঘ্রই সং রূপে ঘুরবে!

২০ আগস্ট ২০১৫ রাত ১০:২২
278876
কাব্যগাথা লিখেছেন : রক্তলাল:আপনার মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করা যে কারো পক্ষেই কঠিন| মন্তব্যের জন্য ধন্যবাদ|
337202
২০ আগস্ট ২০১৫ রাত ০৯:৪০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ছন্দে ছন্দে রাজনৈতিক কবিতা।
337207
২০ আগস্ট ২০১৫ রাত ১০:২০
কাব্যগাথা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি: মন খারাপ করা রাজনৈতিক অবস্থার কথা লিখতে চেয়েছি|কবিতা হলো কি না ভাবিনি| পড়ার আর মন্তব্যের জন্য ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File