গণতন্ত্র হত্যাকারী আমার কেউ না

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ আগস্ট, ২০১৫, ১১:০২:৪০ সকাল

ফলহীন গাছ কে বাগানে রাখে,

রঙহীন ফুল কে চেয়ে দ্যাখে?

না ভরলে চারদিক অপার সুরভিতে,

কেউ কি সাজায় সে ফুল, ফুলদানিতে?

নিঃসঙ্গ রাত জাগা চাঁদেরও কলংক আছে,

পূর্নিমা আলো কি দিতে পারে তা মুছে?

স্বাধীনতা থাকে কি, না থাকলে গণতন্ত্র,

জীবন মানেনা স্বৈরাচারের তন্ত্রমন্ত্র |

চাওয়া পাওয়া নিয়েই জীবন হবে,

কেউ পাবে সব, কারো কিছুই না রবে |

তাতে ক্ষোভ বিক্ষোভে হবে উত্তাল দেশ,

সে চাওয়ার দাবি নিয়েইতো হলো এই বাংলাদেশ |

আমার অপ্রাপ্তি, বঞ্চনা, কষ্ট সব

রাজপথে উত্তাল সকল বিক্ষোভ,

গলা টিপে মারতে চায় যে স্বৈরাচার,

তার পতনে কাঁদে না মন এতটুকু আমার |

গণতন্ত্র হত্যাকারী আমার কেউ না,

স্বৈরাচারের বসনে গণতন্ত্র হয় না |

বাগানের ফলহীন গাছ কেটেছি,

ফুলদানির রংহীন সুবাসীন ফুল ফেলেছি |

চাঁদেরও কলংক দেখেছি,

স্বৈরাচারী নেতাকেও আজ তাই ভুলেছি |

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335925
১৫ আগস্ট ২০১৫ সকাল ১১:২৮
নারী লিখেছেন : ভালো লাগলো Applause Applause অনেক ধন্যবাদ।
২০ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৩
278722
কাব্যগাথা লিখেছেন : নারী:অনেক ধন্যবাদ,কবিতা পড়ার আর মন্তব্যের জন্য|
335937
১৫ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৬
রক্তলাল লিখেছেন : শুধু বিষয় নয়, কবিতায় আবেগ এবং অভিব্যাক্তি ছন্দের এক খেলায় intertwined হয়ে ভেসে এসেছে! চমৎকার!
337050
২০ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৪
কাব্যগাথা লিখেছেন : রক্তলাল:কবিতা পড়ার আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File