শেষ রমজানের দোয়া

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৬ জুলাই, ২০১৫, ১১:৫১:৪৫ রাত

আবারও রমজান এনেছিল, রহমত

অফুরন্ত ক্ষমা আর বরকত |

দিয়েছিল সুযোগ ত্রিশ বার,

খুলতে বন্ধ রাইয়ানের দ্বার|

খুব যত্নে চেয়ে ছিলাম রাখতে,

নিজ ভুল ত্রুটি, গুনাহ্গলো ঢাকতে |

মাস ভর আল্লাহর কাছে ক্ষমা চাইতে,

কিয়ামুল লাইলে সজল চোখে জাগতে |

আল্লাহেকে একমনে শুধু ডাকতে,

পেরেছি কি না আহা, যদি পারতাম জানতে !

আজ সন্ধার আবির রাঙা আকাশে,

মুয়াজ্জিনের আজানের সুরে মিশে

হাতছাড়া হবে রাইয়ানের চাবিটা আমার

জানিনা পাবো কিনা ফিরে কখনো আবার?

রোজার এই শেষ বেলায় হাত তুলেছি, হে আমার রব

যত ভুল-ত্রুটি, গুনাগুলো আমার সব ,

ক্ষমা করুন, আপনিই ক্ষমার মালিক একমাত্র

আমি দুর্বল, আমি পথভ্রান্ত |

যদি না রাখেন ভাগ্যে আমার, আরো একটি

রোজার মাস, ক্ষমা চাই নিজের অগুন্তি ভুল ত্রুটি |

গুনাগারী ক্ষমা করুন হে মালিক কিআওমিদ্দিন,

নইলে ভাগ্যে লিখুন আর একটি রোজার সৌভাগ্যের দিন|

বিষয়: বিবিধ

৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File