মধ্যম আয়ের দেশে যাকাতের কাপড় পেতে মৃত্যু

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৩ জুলাই, ২০১৫, ০১:৪৭:৫২ দুপুর

মধ্যম আয়ে উন্নীত হয়েছে দেশ

শুনে খুশীতে বলেছি, বেশ

এবার বুঝি জনগণ ভরপেট খাবে,

ঈদ, উত্সবে নতুন কাপড় পাবে |

জাল গায়ে বাসন্তীর ছবি কেউ তুলবে না,

চোরাকারবারী অপবাদে সীমান্তে নিরপরাধ কেউ মরবে না |

না খেয়ে কেও আর থাকবে না,

রিলিফের চাল নেতারা চুরি আর করবে না,

মনে মনে খুশীতে নেচেছি ,

কি যে স্বপ্ন জাল বুনেছি !

হায়, কি এই উন্নতির জোয়ার এলো

জীবন হয়ে যায় তাতে এলোমেলো |

এখনো দিনে দুপুরে মৃত্যু কেনো থাকবে ওতপেতে,

সস্তা দরের একটুকরো যাকাতের কাপড় নিতে?

কেনো কারো পকেট ফুলে হবে কলাগাছ,

আর কেও থাকবে রোজা বারোমাস ?

ডিজিটাল উন্নয়নের এই সোনালী উচ্ছাসে,

একটু ভাত জোটাতে মানুষ কেন তবুও সাগরে ভাসে?

পশু খাদ্যে এখনো কেন মানুষের পেট ভরবে?

এই অরাজকতা, চালবাজি আর কতদিন চলবে?

বিষয়: বিবিধ

৯১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File