দিদিমণির গল্প
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৯ এপ্রিল, ২০১৫, ১২:১৪:৫০ দুপুর
দিদিমণির বাবা ছিলেন নেতা, নামকরা
তোষামুদে দল খেতাব দিয়েছিল তার গালভরা
দলবাজ তোষামুদের গুণগান অষ্ট প্রহর
পথ হারালেন নেতা হয়ে নিজেতে বিভোর |
ভুলে গণতন্ত্র, জনগণ ভুলে দেশের স্বপ্নস্বাধ
নেতা নিমগ্ন বানাতে ক্ষমতার দুর্ভেদ্য প্রাসাদ
লৌহ কপাট তুলে বাক-ব্যক্তি স্বাধীনতার
নেতা গড়লেন দেশে স্বাধের স্বৈরাচার |
জনগণ অভুক্ত, প্রাণ যায়, না পেয়ে একবেলা আহার
তবুও চলে এক নেতা এক দেশ স্লোগানের বাহার!
দেশের ভালোবাসা হারায় নেতা স্বৈরাচারের দুঃশাসনে
জনগনের হৃদয়ে থেকে বিদায় নেতা দূর নির্বাসনে |
তারপর এলো এক কালো রাত সেই -
অশ্রু শূন্য মৃত্যুতে শেষ হলো সব নিমেষেই |
তারপর অনেকদিন গেছে গড়িয়ে
দিদিমনি ছিলেন বিদেশে, দেশ এড়িয়ে |
অনেক দিন পর প্রথম দেশে এলেন যেদিন দিদিমণি
খুব বেশি কোলাহল ছিলনা, ছিলনা উন্মাতাল জয়ধ্বনি
কেউ সরবে, কেউ নিরবে বলল, 'আহা বাবা মা হারা
মেয়েটা,সব হারিয়ে কেমন পাগলপাড়া' !
কেউ ভ্রু কুঞ্চিত, কেউ শুভেচ্ছা জানালো নিরাবেগ উচ্ছ্বাসে
দিদিমণি অনেক দিন ছিলেন যে প্রবাসে |
দিন আসে, দিন যায় দিদিমণি এখনো হয় আনমনা
হৃদয় কুঁড়ে খায় মা বাবা ভাই হারাবার বেদনা |
তারপর গড়ালো কত দিন, কত রাত্রি,
দিদিমনি হয়েছেন বাবার দলের প্রধান নেত্রী |
মাথায় হিজাব, হাতে তসবিহ, চোখে অশ্রুজল,
দিদিমণির লক্ষ্য যেমন করেই হোক শুধু ক্ষমতা দখল |
সেই লক্ষে অবিচল দিদিমণির জুটেছে পুরোনো ষড়যন্ত্রী,
সাথে আরো যোগ হয়েছে পাশের রাজ্য, রাজা আর মন্ত্রী |
স্বপ্ন সফল, দেশের কান্ডারী যখন হলেন দিদিমণি,
হিজাব তসবিহ সব ফেলে দিদিমণি রণরঙ্গিনী |
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে বিকিয়ে ,
ক্ষমতা টেকাতে দিদিমণি আছেন আজও মুখিয়ে |
সীমান্তে জনগনের মৃত্যু সংখ্যাহীন,
দিদিমনির হাতে বাজে তবুও নীরোর বীণ |
বাবা মা ভাই হারাবার প্রতিশোধে হৃদয় জ্বলে,
তার রেশে দেশ-জাতি সব গেছে রসাতলে |
দেশ যেন হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্রের রাজ্য,
দিদিমণি কঠোর অতি ভিন্নমত করেনা বিন্দু মাত্র সহ্য |
বাক-ব্যক্তি স্বাধীনতা আর রহিত নাগরিক অধিকার ,
ক্ষমতার মসনদ টেকাতে দিদিমণি আজ নিঃসংশ স্বৈরাচার |
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন