নির্বাচনী সংলাপ
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৬ এপ্রিল, ২০১৫, ০৮:২৮:৩০ সকাল
(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)
*********
স্বপ্নিল: কি কাঁপে বলতো?
কাঙ্খিতা: মানে?
স্বপ্নিল: এমন কিছু বলো যা স্বভাবতই কাঁপে
কাঙ্খিতা:কালবৈশাখীতে কাঁপে টিনের চাল, লাউয়ের মাঁচা
ঝিরি ঝিরি হাওয়ায় কাঁপে ধানের শীষ,
চোখের পাতা কাঁপে কতবার তোমাকে খুঁজতে,
তোমার পথ চেয়ে থাকতে
ভিতা হরিনীর মত কাঁপে এই মন!
আর্টস ফ্যাকাল্টির বিল্ডিং আর রাজপথ
কতবার কাঁপলো মিটিঙে, মিছিলে |
স্বপ্নিল: ঠিক, তোমার কথায় নেই মিথ্যে কোনো মোটেই
কিন্তু এসমস্তই কাঁপছে কার্যকারণ সুত্রেই |
কালবৈশাখীর আঁধার করা অভিশাপে,
টিনের চাল, লাউয়ের মাঁচা কাঁপে |
ধানের শীষ আনন্দে কাঁপে জড়িয়ে পাওয়া
ঝিরি ঝিরি বয়ে যাওয়া দখিনা হাওয়া |
কাঙ্খিতা: তবে?
স্বপ্নিল: শুধু স্বভাবতই কাঁপে এই স্বৈরাচারী সরকার |
নির্বাচন ছাড়া কাঁপে, নির্বাচনেও কাঁপে বারবার
জনগনের সামনে আসতে কাঁপে থরথর
সামনে পিছে তাই র্যাব পুলিশের বহর |
নির্বাচনে সেনাবাহিনী দেবে নিরাপত্তা
তাতেও ভয়ে কাঁপে যদি পরাজয়ে বিলীন হয় সত্তা |
খালেদা জিয়া নেই সংসদ, নেই ক্ষমতায়
তাঁর প্রচারেও বুঝি কাঁপতে কাঁপতে জীবন যায়!
বিরোধীদলের নির্বাচনী প্রচার হবে থামাতে
পুলিশ র্যাব না পারলে ইসিকে হবে নামাতে ,
ইসি আইন কানুনের নিরন্তর কূট চাল চালছেই,
তবুও সরকারী কাঁপা কাঁপি বুঝি চলছেই |
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন