সিটি কর্পোরেশন নির্বাচনী রঙ্গ

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ এপ্রিল, ২০১৫, ০৯:২১:৩৪ সকাল

বাহ বাহ সবাই বলছে

দেশেতো নাকি বেশ গণতন্ত্র চর্চা চলছে !

সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে,

সরকারী প্রার্থীরা প্রচারণা করছে

বিরোধী দলীয় প্রার্থীদের পুলিশ ধরছে!

মির্জা আব্বাস পালিয়ে বেড়াচ্ছে,

ভোট চেয়ে আফরোজা আব্বাস পথে পথে ঘুরছে|

আনিস সাহেবের বউ মাঝে মধ্যে ফটো সেশন করছে,

বউ ঘরে থাকলেও খোকন সাহেবের চলছে|

বিরোধী নেতা কর্মী হয় জেলে না হয় ফেরার

শত মামলায় জীবন জেরবার |

সরকারী প্রার্থীরা তবুও বুঝি ভয়ে মরছে,

বিরোধী নেত্রীর প্রচারনায় তাই গুলি করছে,

পোস্টার ফেস্টুন ছেড়া ছুড়ি , নির্বাচনী ক্যাম্প ভাংছে|

‘লেভেল প্লেয়িং ফিল্ড' ভালো কথা বলেই জেনেছি,

এখন শুনে হাসতে হাসতে মরছি||

ইসি নিরপেক্ষ নিরপেক্ষ ভাব ধরছে,

পরক্ষনেই আবার পিছুটান দিচ্ছে |

সেনাবাহিনীর বেস্ট পজিশন

ইসি, ক্যানটনমেন্ট করেছে নির্ধারণ|

সেনাবাহিনী পথে নামলে

সাঙ্গ পাঙ্গ সব জেলে পুড়লে,

স্বৈরাচারের মুখ ও মুখোশ যদি পরে খসে,

জনরোষ বন্যা বেগে ধেয়ে যদি আসে ,

তাই নিরপেক্ষতা তোমার দিলাম নির্বাচনী ছুটি,

পিঠ বাঁচাতে ষড়যন্ত্রই আজ স্বৈরাচারের ঘুটি|

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316756
২৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৩
আবরণ লিখেছেন : লেখার প্রেক্ষিত ঠিক আছে। স্বৈরাচারের বিরুদ্ধে আরও জোরদার লেখা চাই। প্রতিবাদ চাই। লেখার জন্য ধন্যবাদ।
২৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৩
257975
কাব্যগাথা লিখেছেন : আবরণ: অনেক ধন্যবাদ আপনাকে, মন্তব্যের জন্য|
316831
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
হোসাইন আহমাদ লিখেছেন : পিঠ বাঁচাতে ষড়যন্ত্রই আজ স্বৈরাচারের ঘুটি|
অনেক ভালো লাগলো। Rose
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
257994
কাব্যগাথা লিখেছেন : হোসাইন আহমাদ :আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|
316944
২৬ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৯
মোবারক লিখেছেন : ভালো লাগলো
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৯
258264
কাব্যগাথা লিখেছেন : মোবারক: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File