যদি কোনো কালবৈশাখী আসে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৩ এপ্রিল, ২০১৫, ০৯:৫০:৪৫ রাত

তার আর বুঝি পর নেই,

দীর্ঘ ঘন অন্ধকার রাত এই

কবে হবে পাড়?

এত চিত্কার, এত হাহাকার ,

এত খুন, এত জিঘাংসা !

কবে থামবে এই অন্তহীন প্রতিহিংসা?

সিন্দবাদের ডাইনির মত দেশের স্কন্ধে চেপে বসা

এস্বৈরাচারে গণতন্ত্র আজ বড় কোনঠাসা,

বাক-ব্যক্তি স্বাধীনতা, নাগরিক অধিকার

সব শেষ আজ, সুখ নেই কোনো লুকোবার|

রাত কবে হবে পাড়?

কোন ভোরে যবনিকা পাবে এই স্বৈরাচার?

উন্মুখ এই মন নিয়ে আছি বসে

যদি কোনো কালবৈশাখী আসে,

উড়িয়ে মুড়িয়ে দুমড়ে মুচড়ে

ধুলোয় বালিতে হেচড়ে ছেচড়ে,

চূর্ণ করে যদি এই স্বৈরাচার,

যদি থামে গণতন্ত্রের আর্ত চীত্কার|

বিষয়: বিবিধ

৮৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316545
২৩ এপ্রিল ২০১৫ রাত ১১:১৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২৭
257894
কাব্যগাথা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি :ধন্যবাদ আপনাকেও মন্তব্যের জন্য|
316550
২৩ এপ্রিল ২০১৫ রাত ১১:২৫
আবু জারীর লিখেছেন : শ্বৈরাচারের নির্মম পরিণতি দেখার জন্য পুর জাতি অপেক্ষায় আছে।
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩১
257895
কাব্যগাথা লিখেছেন : আবু জারীর:ধন্যবাদ|প্রতীক্ষায় আছি,অপেক্ষায় থাকব একটা কঠিন পরিনতি দেখার|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File