শিরোনামহীন কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৯ এপ্রিল, ২০১৫, ০৩:৫৪:৩১ রাত

হাতি ঘোড়া বাঘ সিংহের মুখোশে

হয়েছে নববর্ষ বরণ,

সেই মুখোশ খুলে দিনে দুপুরে নিমেষে

হয়েছে নারীর বস্রহরণ |

এখনো কানে তালা বুদ্ধিজীবী যত দলবাজ,

এখনো মুখ বন্ধ চেনা সুশীল সমাজ |

দলদাস পুলিশ পায়না খুঁজে কোনো বস্রহরণ,

কাঁদেনা মানবতা আজ, নির্যাতিত কোনো মন |

গড়াতে গড়াতে চলেছি

খাদ ফাঁদ এড়িয়ে,

বন বাদার পেড়িয়ে

কোন অতলে এখনো শুধুই পরছি !

কোন রসাতলের মায়াবী ছলনায় ,

পথ হারা তারুন্যের জয়গাথা ?

কেন তারুণ্য আঁধারের মোহনায়

আজ অশ্বপৃষ্ঠে বাঁধা?

তারুণ্য বিদ্ধংশী এই নক্সা কে আঁকলো ,

দেশ ধ্বংসের এই ফাঁদ কে পাতলো?

আধারে তারুণ্য হয়েছে আজ পথহারা

সমাজ দেশ ধংসের ষোলো আনা হয়েছে সারা |

তবুও কি ধর্ম,ন্যায়-নীতি থাকবে দূর অচেনা

চলবে কি শুধুই অন্তহীন এই বেহায়াপনা?



বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315895
২০ এপ্রিল ২০১৫ রাত ০১:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অশুভ যাত্রা দিয়ে যা জাতীর যাত্রা শুরু হয়, আগামী চিন্তিত আমরা মনে লাগে ভয়।
315926
২০ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৫৪
কাব্যগাথা লিখেছেন : একমত|মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File