দেশের ধপাস পতন

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৭ এপ্রিল, ২০১৫, ০৭:৪০:৩৫ সন্ধ্যা

দেশটা এমনিতেই কাপছিল,

ডানে-বায়ে নড়বর করছিল |

ধর্ম-কর্ম, আল্লাহ, নবী সব বাদ,

চেয়েছে পেতে শুধু মুক্তমনা স্বাদ |

নীতি নৈতিকতা নিয়েছে বিদায় কবে

কার সময় আছে যে তা নিয়ে ভাববে?

ইন্ডিয়ান টিভি সিরিয়াল,

বলিউড মুভি স্পেশাল,

সিনেমার নায়ক নায়িকা আর

খুললাম খুললাম তাদের নাচ গানের বাহার,

লাভ এট ফার্স্ট সাইট,

উদ্দাম ডান্স নাইট,

বাংলাদেশের আকাশে বাতাসে

একসাথে মিলে মিশে -

মাথা সবার খারাপ হয়েই ছিল

এবার বুঝি ষোলকলা পুরলো |

বর্ষবরণ উত্সবে নারীর বস্রহরণ,

এই কি তবে মুক্তমনা আচরণ?

এ’বস্রহরণে দেশ শুধুই কি টাল মাটাল করলো?

দেশতো বুঝি ধপাস করেই মাটিতে পড়ল|

মুক্তমনা হতে গিয়ে কি হলো দেশের অর্জন,

এরপরও কি চলবে ধর্ম কর্ম বর্জন?



বিষয়: বিবিধ

৮২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315479
১৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দেশে এখন চলছেই এসব।
315480
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৪
কাব্যগাথা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি:মনে এক পাহাড় ক্ষোভ নিয়েও মেনে নিলাম আপনার কথা|কোনো মিথ্যে নেই এতে| ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File