গণতন্ত্র তোমার অপেক্ষায়

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৪ এপ্রিল, ২০১৫, ১১:০৩:২৯ সকাল

গণতন্ত্র, তুমি শোনো,

তরঙ্গ বিক্ষুব্ধ কোনো

উত্তাল সাগরে,

আমার ভেলা থেকে দুরে, বহুদূরে

তুমি বুঝি এক মরিচিকা দ্বীপ,

সাগরের নীল জলে শুধুই আলোর ঝিকমিক

কাছে আসোনা,

জ্বলে ওঠো ক্ষণে ক্ষণে, ধরা দাও না |

তোমাকে পাবার জন্য, শত

প্রাণ ঝরে গেল নাম না জানা কতো,

ছুটবোনা, ছুটবোনা করেও মৃত্যু মিছিল আজ অন্তহীন,

তোমার প্রতিক্ষায় তবুও আমি, জানি আসবেই একদিন |

বিষয়: বিবিধ

৮৭৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312849
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
253879
কাব্যগাথা লিখেছেন : মাহবুবা সুলতানা লায়লা:অনেক ধন্যবাদ কবিতাটা পরে ভালো লেগেছে জানাবার জন্য|
312852
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন :
কাছে আসোনা,

জ্বলে ওঠো ক্ষণে ক্ষণে, ধরা দাও না |


এতো কাকুক্তি মিনতি না করে দিদির কোলের পরে মাথা ঠেকালেই গণতন্ত্র খুঁজে পাবেন। পাজি দিদি লুকিয়ে রেখে কানা মাছি খেলছে আপনাদের সঙ্গে।
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
253880
কাব্যগাথা লিখেছেন : গাজী সালাউদ্দিন:গণতন্ত্রের দাবিটা আদায় করে নিতে হবে|মাঝে মাঝে খানিকটা হতাশ লাগে না,সেটা একদমই বলছি না|কিন্তু আমার আশার কথাও মনে হয় কবিতায় আছে! ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য |
312860
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
312876
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
কাব্যগাথা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি:কবিতাটা পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম|অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|
312912
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গণতন্ত্র এখন ঘুমিয়ে আছে ,,তার ঘুম কেউ ভাঙ্গতে আসে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File