গণতন্ত্র তোমার অপেক্ষায়
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৪ এপ্রিল, ২০১৫, ১১:০৩:২৯ সকাল
গণতন্ত্র, তুমি শোনো,
তরঙ্গ বিক্ষুব্ধ কোনো
উত্তাল সাগরে,
আমার ভেলা থেকে দুরে, বহুদূরে
তুমি বুঝি এক মরিচিকা দ্বীপ,
সাগরের নীল জলে শুধুই আলোর ঝিকমিক
কাছে আসোনা,
জ্বলে ওঠো ক্ষণে ক্ষণে, ধরা দাও না |
তোমাকে পাবার জন্য, শত
প্রাণ ঝরে গেল নাম না জানা কতো,
ছুটবোনা, ছুটবোনা করেও মৃত্যু মিছিল আজ অন্তহীন,
তোমার প্রতিক্ষায় তবুও আমি, জানি আসবেই একদিন |
বিষয়: বিবিধ
৮৯০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এতো কাকুক্তি মিনতি না করে দিদির কোলের পরে মাথা ঠেকালেই গণতন্ত্র খুঁজে পাবেন। পাজি দিদি লুকিয়ে রেখে কানা মাছি খেলছে আপনাদের সঙ্গে।
মন্তব্য করতে লগইন করুন