ফেরারী গণতন্ত্র তোমায় পেতে
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩১ মার্চ, ২০১৫, ১০:২৪:৪৯ সকাল
প্রিয় গণতন্ত্র, কতদিন তুমি ফেরারী
এই বাংলাদেশের শহরে নগরে,
তুমি নেই, শ্যামলে সবুজে মাঠে বন্দরে |
কোন অজানায় হারালো তোমার স্বপ্নসিড়ি?
নিজ বাসভূমে পরবাসী তুমি আজ,
তোমার পরবাসে তাই সবুজ শ্যামলে স্বৈরাচারের সন্ত্রাস |
এখানে ভোরে সূর্য উঠে সাথে নিয়ে মৃত্যুর যাতনা,
গুম খুন মৃত্যুতে হয়েছে লিখা স্বৈরাচারের ঠিকানা|
র্যাব,পুলিশ,দলীয় ক্যাডার, হামলায় মামলায় বাংলাদেশ
মানবতা, বাক-ব্যক্তি স্বাধীনতা হারিয়ে আজ নিঃশেষ |
ফেরারী গণতন্ত্র, তুমি আজ যদিও হও দেশান্তরী
তবুও থাকো স্বপ্নে আমার হয়ে রক্ত জবার মঞ্জুরি |
গণতন্ত্র, তোমাকে পাবার জন্য শোকের সাগরে
ডুবিয়ে আজ কত প্রিয়জন লোকান্তরে!
তারপরও রাজপথে চলছে স্বৈরাচারের গতিরোধ,
ক্রসফায়ার, গুম খুনের বিরুদ্ধে সাহসী প্রতিরোধ|
জানি তুমি ফেরারী গণতন্ত্র, আজ দেশান্তরে
তোমায় পেতে আজো জেগে আছি তাই শহরে, নগরে, বন্দরে |
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বগল বন্দী!
বগল থেকে বাহির করার আন্দোলন করতে হবে।
মন্তব্য করতে লগইন করুন