স্হগিত উদযাপন স্বাধীনতা দিবস আমার

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৬ মার্চ, ২০১৫, ০৭:০৯:৪২ সকাল

আজ ছাব্বিশে মার্চের সকালে

হাসবে কি বাংলাদেশের সকলে

স্বাধীনতার গর্বিত হাসি?

স্বাধীনতা তুমিতো নিজ ভূমে পরবাসী|

দুঃখ কি কেউ পাবে না আড়ালে

বাক-ব্যক্তি স্বাধীনতা আজও দূরে হারালে?

জাতীয় স্মৃতিসৌধে হাজার ফুলের ভারে

বীরশ্রেষ্ঠের আত্মা আজ বুঝি কেঁদে মরে!

স্হগিত উদযাপন স্বাধীনতা দিবস আমার

প্রতিবাদে এই বিনাশী স্বৈরাচার |

রোদ ভেজা কোনো সকালে,

কোনো আবির রাঙা বিকালে,

কাল বৈশাখীর কোনো মেঘলা দুপুরে,

নক্ষত্রের কোনো রাতে অথবা জোনাক জ্বলা আঁধারে,

ছাব্বিশে মার্চের উত্সব রাঙা

খুশির জোয়ারে বাঁধ ভাঙ্গা,

আমারও, উদযাপিত হবেই জানি সাথে সবার

যখন স্বাধীনতা আর গণতন্ত্র ফিরবে আবার|

বিষয়: বিবিধ

৮৭১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311171
২৬ মার্চ ২০১৫ সকাল ১১:২১
সুমন আখন্দ লিখেছেন : বিচার করবে বলে, দিয়েছে ধমক!

হে স্বাধীনতা,
ভয়ের মাংস আমার শরীরে নেই
ভয়কে ভাবি, অনর্থক জঞ্জাল
ফজরের সেজদা শেষ করে
মোরগ-ডাকা ভোরে
আমি এসেছি খালি পায়ে খালি হাতে
পকেটে শুকনা বকুলের কংকাল!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File