স্বৈরাচারের ফন্দি আর সিটি কর্পোরেশন নির্বাচন

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ মার্চ, ২০১৫, ০৬:২০:৩৬ সকাল

মেতেছে সবাই নিয়ে নির্বাচন,

তাও আবার সিটি কর্পোরেশন !

বুঝতে পারিনা ঠিক, গুলিয়ে যাচ্ছে সবই

এই কি ছিল এত আন্দোলনের দাবী?

ঢাক ঢোল পিটিয়ে কেন এই নির্বাচন

কেন এই সময়, কেন এই ক্ষণ?

কেন হলো না এই নির্বাচন

যখন চেয়েছিল আগে দেশের জনগণ?

এ শুধু প্রতারণা, গণতন্ত্র হত্যার ফাঁদ ,

দেশ বাঁচাতে এ'নির্বাচন দিতে হবে বাদ |

না ভেবে কেন এই নির্বাচনে যাওয়া,

না বুঝেই কেন তবে এই ফাঁদে পা দেওয়া?

নির্বাচনে জয় পরাজয় যাহোক হবে,

তা থেকে কি ঘোড়ার ডিম পাওয়া যাবে?

এই বিদ্ধংশী নির্বাচনের মুলোয়

আন্দোলন মিশবে স্বৈরাচারের ধুলোয় |

যদি স্বৈরাচারী হয় কেন্দ্রীয় সরকার

নির্বাচনে বইবে কি কি উন্নয়নের জোয়ার?

আসবে কি ফিরে ক্রসফায়ারে যে দিল প্রাণ ,

এই কি হবে আন্দোলনে জীবন দেবার প্রতিদান?

বাক-ব্যক্তি স্বাধীনতা যা কেড়েচে সরকার

এ' নির্বাচন কি দেবে ফিরিয়ে কিছু তার?

কিছু হবে না, কিছু পাবে না কেউ শেষে

মরিচিকা হয়ে আশা সব মিলাবে অবশেষে |

আন্দোলন চলুক প্রতিষ্ঠায় গণতন্ত্র সত্যিকার,

অক্লান্ত দাবী হোক বাক ব্যক্তি স্বাধীনতার|

আন্দোলন চলুক দাবীতে তত্ত্বাবধায়ক সরকার,

এ' অবৈধ সরকার হটাতে আন্দোলনই দরকার |

এ' নির্বাচন শুধু স্বৈরাচারের টিকে থাকার ফন্দি,

লোহার শিকলে ছদ্মবেশে গণতন্ত্র করতে বন্দী |

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310983
২৫ মার্চ ২০১৫ সকাল ০৮:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার কবিতার প্রতি লাইনে লাইনে শুধু প্রতিবাদ। বেশ ভাললাগল। লিখতে থাকুন, সেদিন হয়ত বেশি দূরে নয়, যেদিন সামনে মূলা ঝুলালে তা না খেয়ে হাতসহ কেটে ফেলবে, তখন আর মূলা ঝুলানোর দুঃসাহস করবে না কখনো!
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
252133
কাব্যগাথা লিখেছেন : গাজী সালাউদ্দিন:মন্তব্যের জন্য ধন্যবাদ| প্রতিবাদের পেছনে কষ্টগুলোও অনেক|আশা করে আছি এই সময়গুলো হয়ত পরিবর্তন হবে অনেকটা না হলেও খানিকটা স্বস্থিতে হয়ত দেশের মানুষ থাকতে পারবে সে পরিবর্তনের সাথে|
310995
২৫ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৯
হতভাগা লিখেছেন : নির্বাচনে না আসলে ২০ দলকে জনতা নির্বাসনে পাঠাবে
311004
২৫ মার্চ ২০১৫ সকাল ১০:৩৪
সুমন আখন্দ লিখেছেন : ও রে মা পোধানমন্ত্রী আমাদের রক্ষা কর মা ! আল্লার দোহাই লাগে !
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২২
252136
কাব্যগাথা লিখেছেন : সুমন আখন্দ: আপনাকে আমার কবিতায় মন্তব্য করতে দেখে ভালো লাগলো|ধন্যবাদ নিন অনেক|
311033
২৫ মার্চ ২০১৫ দুপুর ০১:১২
২৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
252137
কাব্যগাথা লিখেছেন : মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি:অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File