সুখ তুমি …

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৩ মার্চ, ২০১৫, ০৫:০২:৪৫ সকাল

("সুখ" ইন্ডেক্সে বাংলাদশ পৃথিবীর দেশগুলোর মধ্যে এক সময় ছিল অনেক এগিয়ে | কিন্তু এই সরকারের আমলে গ্যালপ পোলের "সুখ" ইন্ডেক্সের জরীপে বাংলাদশ পিছিয়েছে অনেকখানি, দেশ এখন শেষ দিক থেকে তৃতীয়|)

সুখ তুমি কি, আর

ইচ্ছে করে না আমার

এখন এতটুকু জানতে,

জানি, কেন আসোনা হায়

আমার দেশের এই সীমান্তে|

আশায় আশায় দিনগুলো যায়!

খুব বেশি চাইনিত কোনদিন,

ছোটো একটি বসত আর

একমুঠো ভাত, তাই শুধু চাওয়ার

ছিলো, তাও আজ হয়েছে বিলীন|

মাথার উপর চেপেছে সরকার

যেন বাঘ পেয়েছে রক্তের স্বাদ,

জনগণ মরে শেষ, দেশ জ্বলে ছারখার

তবুও ছাড়বেনা ক্ষমতার প্রাসাদ!

ধ্বংশ অর্থনীতি, শেয়ার বাজার

স্কুল, কলেজে শিক্ষা সবার |

র্যাব বিজিবির মেশিন গানে

বাক-ব্যক্তি স্বাধীনতা নির্বাসনে,

সুচারু গণতন্ত্রের দাফন কাফন

করেছে স্বৈরাচারের আস্ফালন|

না চাওয়া, না পাওয়ার,

গুম, খুন, ক্রস ফায়ার,

ঘেরা এই দেশে, গণতন্ত্র

ছিল আশাবাদী হবার মন্ত্র

তাও বুঝি হারালো হায়

কোন দূর অজানায়!

জানি, স্বৈরাচারের উঠোন পেরুতে

সুখ, তুমি কখনো আসবেনা,

স্বৈরাচারের দিন ফুরোতে

অপেক্ষা আমার কি আর কাটবে না?

অপেক্ষায় আছি, সুখ,

তুমি যদি আসো

গুম,খুনে ঢাকা বাংলাদেশের মুখ,

যদি আবার ভালোবাসো!

বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310593
২৩ মার্চ ২০১৫ সকাল ০৭:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন :
অপেক্ষা আমার কি আর কাটবে না?


সুখ আসুক অথবা না, সদা সর্বদা ধৈর্য ধারণ করতে হবে।

২৩ মার্চ ২০১৫ সকাল ০৮:২৯
251587
কাব্যগাথা লিখেছেন : গাজী সালাউদ্দিন:সম্পূর্ণই একমত|অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File