চাইনা ইয়ান গোল্ড, আলিম দার আর রকিবুদ্দির নির্বাচন
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২২ মার্চ, ২০১৫, ০৫:০১:২৩ সকাল
জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকার
যদি না হয় আম্পায়ার,
আশা করা কি হবে ঠিক
সুষ্ঠু থাকবে সব, হবে না কাজ বেঠিক?
শুনবে কি র্যাব, পুলিশ, বা প্রশাসন
বিরোধী দলীয় সব নায্য আবেদন?
ধরবে কি ভোট চোর, সরকারী সব টাউট,
সারা দেবে কি বিরোধী দলীয় আবেদনে সব আউট?
ভোট গণনার কোনো রিভিউ পিটিশন
যদি যায় রকিবুদ্দির নির্বাচন কমিশন ,
গারান্টি আছে কি রিভিউ করবে না ডিসমিস
যেন হয়ে ঠিক সেদিনের স্টিভ ডেভিস?
পুলিশ বা র্যাব থাকলে নিরাপত্তা তত্ত্বাবধানে নির্বাচন
ঠিক যেমন মাঠে ছিল সেদিন ইয়ান গোল্ড,
কেউ বলবে কি দেবে সারা বিরোধী আবেদন
সরকার যদি হয়ে যায় কট অথবা বোল্ড?
নির্বাচনে থাকে যদি এই অবৈধ সরকার
পক্ষপাতিত্ত্বে নিশ্চিত সে হবে আরেক আলিম দার,
রাজপথ উত্তাল হবে, প্রতিবাদ হবেই সে যন্ত্রণার
তবুও ম্যাচ হারবে গণতন্ত্র, জিতবে স্বৈরাচার !
এই পাতানো খেলার আয়োজন
বন্ধ করতেই চলছে আজ আন্দোলন |
লেভেল প্লেয়িং ফিল্ড চাই,
তত্ত্বাবধায়ক দরকার তাই ,
চাইনা কোনো ইয়ান গোল্ড, চাইনা আলিম দার
গণতন্ত্র আনতে হটাতে হবেই এই অবৈধ সরকার |
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত।
আপনার কাব্যগাথা নাম স্বার্থক হোক।
মন্তব্য করতে লগইন করুন