স্মৃতি মলিন হোক এই দু:স্বপ্নের সরকার
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৭ মার্চ, ২০১৫, ১০:৫৩:১৭ সকাল
দিন আসে,দিন যায়
রাত আসে,রাত যায় |
ভালোবাসার দিনগুলো,
স্বপ্ন ভরা রাতগুলো,
কবেই নিয়েছে বিদায়
আসেনি ফিরে হায় !
যা ই চেয়েছি ভালোবেসে
হারিয়েছি তা বড় অনায়াসে |
মেনেছি, যা চেয়েছি তা পাবনা
যা চাইনি তাওতো নেবোনা |
সুশাসন পায়ে দলে
জনগনের ছাল তুলে,
গণতন্ত্রের ভুয়ো বসনে
দখলকরা ক্ষমতার আসনে,
জগদ্দল পাথর সমান
এই অবৈধ বেমানান,
সরকার আমি মানিনা |
রাজপথের স্লোগানে,
দুর্বার গণআন্দোলনে,
সরকার পতন ছাড়া আমি কিছু বুঝিনা না |
ভালোবাসার দিন হারায়
সুখ স্মৃতির স্বপ্ন ফুরায়,
হারাক স্মৃতি এই দু:স্বপ্নের সরকার
জানি, দু:খিত হবেনা মন এতটুকু আর |
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জনগনের ছাল তুলে,
গণতন্ত্রের ভুয়ো বসনে
দখলকরা ক্ষমতার আসনে,
যথার্থই বলছেন।
মন্তব্য করতে লগইন করুন