স্বৈরাচার আসে সত্যি, টেকেনা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৬ মার্চ, ২০১৫, ০৭:৪৭:০৬ সকাল

গণতন্ত্রের মানসকন্যা খেতাব ছুড়ে

স্বৈরাচারের মুকুট পরে

গণতন্ত্র করে বর্জন

কি এত হলো অর্জন?

আইয়ুব ইয়াহিয়ার ভঙ্গি

কবে হলো গণতন্ত্রের সঙ্গী?

স্বৈরাচারের কায়দায়

গদি কি বাচানো যায়?

ভাবছেন সমস্যা কিছু নাই

সমস্যা মাত্র একটাই|

একাত্তুরের যুদ্ধে

আমরা ছিলাম বিরুদ্ধে

গর্জেছিল হাতিয়ার

তাতেই শেষ, ইয়াহিয়ার ক্ষমতার|

স্বৈরাচারের প্রেতাত্মার

আদলে গড়া সরকার,

শুনে যা আমার ঘোষণা -

এই স্বৈরাচারী সরকার মানি না|

সেই যুদ্ধ আবার হবে,

আন্দোলনেই কবর হবে

এই নব্য স্বৈরাচারী জামানা |

স্বৈরাচার আসে সত্যি,টেকেনা |



বিষয়: বিবিধ

৮০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File