মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি জানতেন-
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ মার্চ, ২০১৫, ১২:২১:৫০ রাত
মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি জানতেন
কি মুগ্ধ যে আপনি দেশবাসীকে করেছেন!
নয় নয়টি ডকটোরেট অনারারী,
পৃথিবী অবাক আগেই পুরোপুরি !
তার মাঝে যে নুতন গুন আপনার হলো প্রকাশিত
বিস্মিত আমরা সবাই, বিশ্ব পুরোই চমকিত |
ময়লার সাথে সালাহউদ্দিন পাচার,
আপনার এই সন্দেহ অতি চমত্কার !
ধন্য আপনার মেধা, ধন্য আপনার প্রজ্ঞা
বিবৃতি আপনার পাল্টে দিয়েছে গোয়েন্দাগিরির সংজ্ঞা !
শার্লক হোমস, কিরিটি রায়
সকলে নিশ্চিত আপনার পায়ে লুটায় !
থ্রিল, সাসপেন্স মিলিয়ে মোহিনী,
নিশ্চয়ই লিখবে কোনো গোয়েন্দা কাহিনী
ভবিষ্যতের কোনো গল্পকার,
ধার করে গোয়েন্দা ধারণা আপনার !
বাড়ুক, ঝলসে উঠুক আরো আপনার জ্ঞানের বাহার,
কামনা করি,যদি তাতে হয় দেশ দশের উদ্ধার !
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন