যা চেয়েছি, যা পাইনি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ মার্চ, ২০১৫, ০৫:৩৩:০১ সকাল

খুব বেশীতো চাওয়ার ছিল না কখনো, কোনো দিন

দেশটা সোনার বাংলা হবে,

আমার মাটির উঠোন কেউ সোনায় বাধাবে,

ভাঙ্গা ঘর হবে সোনার চেয়ে দামী

তা সত্যিই চাইনি আমি |

সরকার আসবে, সরকার যাবে

খুব বেশি ভাবিনি তাতে কি হবে |

দেশে থাকবে জনতার নির্বাচিত সরকার

একমুঠো ভাত দেবে আর ঠাই মাথা গোঁজবার |

ভাঙ্গা ঘরে সুখে না থাক, আমার ছোটো পরিবার,

স্বস্তিতে রবে এতটুকুই চাওয়া ছিল আমার|

যা চেয়েছি তা কি কখনো পাবনা?

সরকার আছে, সংসদ আছে তবুও কি নিদারুন যন্ত্রণা !

দুইমাস অবরোধ হরতালে অচল দেশ, জনজীবন

তবুও সংসদে চলে গণতন্ত্র প্রতিষ্ঠার চর্বিত চর্বন

ধ্বংস দেশের অর্থনীতি, ধ্বংস কৃষি, ব্যবসা

সংলাপ, সমঝোতা বোঝেনা সরকার, শুধু ক্ষমতার নেশা !

এত কাঙ্খিত কেন তবুও সবার অধরা, বল তুমি গণতন্ত্র

তোমায় পাওয়া যেত যদি হিংটিংছটের মত বলে কোনো মন্ত্র!

এই আত্মধ্বংসী সংসদ, অসার গণতন্ত্র আমি চাইনি

চেয়েছিলাম যে সুখের ঠিকানা, রাজনীতি তুমি এনে দাওনি |

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File