সেই পাগলা হাতিটা আনো

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১২ মার্চ, ২০১৫, ০৬:৪৫:৫১ সকাল

রূপকথার গল্প থেকে:

রাজপথের দু'ধার উপচে পরছে প্রজাবৃন্দর কলধ্বনী,

রাজপ্রাসাদের দ্বার পেরিয়ে শোনা যায় মধুর রাগিনী |

হাসিতে বাশীতে ভরা চারদিক হটাত সুনসান,

ঐতো হস্তিশালের পাগলা হাতি হয়েছে ধাবমান|

গণনা মতে মানুষের ভীড়ে লুকিয়ে রাজ্যের ভাবীকান্ডারী,

পাগলা হাতি খুঁজে নেবে আজ মৃত রাজার সুযোগ্য উত্তরসুরী|

পাগলা হাতি তুলে ছিল পিঠে এক কান্তিমান যুবক

অতপর সুখে শান্তিতে রইলো তারা পেয়ে সুযোগ্য অভিভাবক |

বাংলাদেশ ২০১৫:

স্বাধীনতার এত বছর আজ কি দেখি বাংলাদেশের বুকে!

সুখ নয়-শান্তি নয় হৃদয় ভার এই শোকে|

গণপ্রজাতান্ত্রিক এ'দেশে ভোট বিহীন নির্বাচন,

এক নয়, দুই নয় বানায় একশত তিপ্পান্ন জন

সাংসদ, বাকি যারা পায় ভোট পাঁচ তার শতকরা হার

সরকারী যারা বিরোধী দলও তারা, কি বিচিত্র সমাহার!

এখানে সাংসদ আছে, আছে স্পিকার এবং ডেপুটি স্পিকার,

হাসি পায় শুনে এই অবৈধ সংসদে আরো কত নামের বাহার!

অবৈধ সংসদের কাজকর্মে লজ্জা পায় বিশ্ব, লজ্জিত জনগণ,

তবুও চেচিয়ে সাড়া গণতন্ত্র নাকি তাদের বিশাল অর্জন!

অর্থনীতি পঙ্গু প্রায় শেয়ার বাজার,ব্যান্ক লুটের কারণে

শিক্ষা খাতও নীলকন্ঠ সেজেছে গোল্ডেন জিপিএর দংশনে|

ব্যবসা বানিজ্য লাটে উঠেছে নেই যেন সরকার,

গণতন্ত্র প্রতিষ্ঠায় পাগলপারা, দেশ বাচানো কি দরকার?

প্রতিবাদী মিছিল, সমাবেশ বন্ধ রেখে সরকারী ধমক,

এই স্বৈরাচারী সরকারই দেখায় নাকি গণতন্ত্রের চমক!

আশাহীন ভোর আসে নিয়ে বেদনা ভাষাহীন অন্তরে

স্বাধীন এদেশে আজও গণতন্ত্র খুঁজি শহর নগর বন্দরে |

এখানে সরকারী বাহিনী রক্ষক থেকে ভক্ষক সাজে

ক্রসফায়ারে হত্যা এখানে নিত্যই কত সহজে!

ক্রসফায়ারে হত্যা নাকি এখন গণতন্ত্র রক্ষার হাতিয়ার

জনগনের রক্তে লাল রাজপথ, সাবাসী দেয় সরকার!

নিয়ে স্বাধীনতার গ্লানি এই বুকে

বাক, ব্যক্তি, নাগরিক স্বাধীনতা আজও মরে ধুকে!

আশা নেই, ভাষা নেই, জীবন গেল অবৈধ শাসনে,

সীমান্তে স্বাধীনতাও বুঝি হারাই ব্যর্থ এই সরকারের কারণে |

মৃত্যুর আল্পনা আঁকা এই গাঙ্গেয় ব-দ্বীপ আমার দেশ না,

নির্বাসিত মানবতার এই দেশ আমার আবাস না |

ভুলে জীবনের জয়গান, শুধুই মৃত্যুর আহব্বান শোনানো

এই অবৈধ সরকার আমি মানিনা, মানবনা কখনো |

দেশ বাচাতে, এই স্বৈরাচারী সরকারের শাসন ছুড়ে

বিশাল গাঙ্গেয় ব-দ্বীপের মাঠ-ঘাট, শহর বন্দর ঘুরে,

যাও, তন্ন তন্ন করে খুঁজে আনো সেই পাগলা হাতিটাকে |

জনসংখ্যার ভারে নুব্জ্য ষোলো কোটি মানুষের মেলা থেকে,

খুঁজে নিক সে বাতিল করে এই অবৈধ সরকার

সুযোগ্য কোনো উত্তরসুরী-দেশের যাকে দরকার |

বিষয়: বিবিধ

৯৪৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308488
১২ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১২ মার্চ ২০১৫ বিকাল ০৫:১৭
249578
কাব্যগাথা লিখেছেন : দুষ্টু পোলা:অনেক অনেক ধন্যবাদ বড় এই কবিতাটা পরে মন্তব্যের জন্য| খুবই খুশি হলাম আপনার মন্তব্যে|
১২ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৩
249588
কাব্যগাথা লিখেছেন : দুষ্টু পোলা:অনেক অনেক ধন্যবাদ বড় এই কবিতাটা পরে মন্তব্যের জন্য| খুবই খুশি হলাম আপনার মন্তব্যে|ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য|
308495
১২ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৬
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ মার্চ ২০১৫ বিকাল ০৫:২২
249587
কাব্যগাথা লিখেছেন : চোথাবাজ :অনেক ধন্যবাদ এই বড় কবিতাটা পড়ার জন্য আর কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম| ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File