আমার কৈফিয়ত
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১০ মার্চ, ২০১৫, ০৫:৪৯:২৩ সকাল
মাতো বাংলাদেশ, উত্সবে মাতো
আমি রইবো একা এই সকালে,
নীরবে নিভৃতে চোখের আড়ালে|
আমার বেদনা লুকাতে যত|
হৃদয়ে বেদনা আজ বন্ধু হারাবার,
বিজয়ের উত্সব আজ শুধুই হাহাকার|
আমার শুভকামনা, তোমাদের উত্সবে
আমার কান্না থাক জমানো বিক্ষোভে|
যে শোকে শপথ নিয়েছি বন্ধুর রক্ত লালে,
আমি দেবোনা যেতে এই শোক চোখের আড়ালে|
আন্দোলনের বিজয় রথে হটাবোই স্বৈরাচার,
সে’বিজয় উত্সবে দেখা হবে সেদিন আবার|
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ কৈফিয়ত এর ফাঁকে যে চরম বিনোদন দিবেন সেটা আগে বললেই পারতেন ?
আপনার মূল্যবান একমিনিট মত সময়
বেশি লেগেছে বলে ক্ষমাপার্থী নিশ্চয় |
কিন্তু বিনোদন পেয়েছেন কবিতার শেষে,
জেনেই খুশী আমি অবশেষে |
মন্তব্যের জন্য চমত্কার,
নেবেন অনেক ধন্যবাদ আমার|^o
মন্তব্য করতে লগইন করুন