বিদায় হোক এই স্বৈরাচারী সরকার

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৯ মার্চ, ২০১৫, ০৮:০২:৪৩ সকাল

যে আসে, সে চলে যায়

এইতো জীবন, আসা যাওয়া, বিদায়|

ফাগুন হওয়ার দিনগুলি

বসন্তের ফুল কলি,

চৈতালি সমীরণ

ফুলে মধুগুঞ্জরণ,

সবই গেছে চলে

স্মৃতির মাধুরী মেলে|

উড়ে এসে জুড়ে বসলে

গণতন্ত্রের ফেনায় মুখ ঢাকলে

পাঁচ পার্সেন্ট ভোটে

গায়ে মুজিব কোটে

বাক, ব্যক্তি স্বাধীনতা করে বর্জন

হয়না গণতন্ত্র অর্জন|

স্বৈরাচারের আদলে গণতন্ত্র সত্যিকার

হয়না, কবে বুঝবে এই অবৈধ সরকার ?

বসন্তের দিন ফুরোয়

ভালোবাসা শুধুই মায়া ছড়ায়,

যায় চলে, আসেনা ফিরে আর

শুধু যায়না এই দু:স্বপ্নের সরকার|

গণতন্ত্র ফিরে পেতে

মিছিলে মিটিঙে রাজপথে,

একটাই আজ সবার কামনা,

বিদায় হোক এই স্বৈরাচারী জামানা|

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307974
০৯ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৭
হতভাগা লিখেছেন :
শেখ হাসিনার সরকার
বার বার দরকার
০৯ মার্চ ২০১৫ সকাল ০৯:১০
249042
কাব্যগাথা লিখেছেন : চমত্কার ছড়ার জন্য ধন্যবাদ |
308015
০৯ মার্চ ২০১৫ দুপুর ০১:৫২
দুষ্টু পোলা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ।
০৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৯
249127
কাব্যগাথা লিখেছেন : দুষ্টু পোলা:অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File