পাঁচের পাঁচালি-আন্দোলনের ছড়া ২
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ মার্চ, ২০১৫, ০৭:১৩:২০ সকাল
সেই কবে ছোটো বেলায়,
শিমুলতলীর পাঠশালায়
পাটিগণিতের পিরিয়ডে,
ক্লাসের ভাঙ্গা ব্লাকবোর্ডে,
পন্ডিত হারাধন মাস্টার
শিক্ষা দিলেন শতকরা হার
নির্ণয়ের যত সুত্রাবলী |
কেমনে সহজে ভুলি !|
বলেছিলেন হারাধন মাস্টার ,
“উচ্চ শতকরা হার,
অভীষ্ঠ লক্ষ্য সবার |
যত উচ্চ শতকরা হার
তত সমৃদ্ধি ব্যবসা আর কারবার |”
এখন শুনি একি উল্টো রব,
অচল নাকি সেই সুত্র সব |
নেই প্রয়োজন শতকরা উচ্চ হার,
পাওয়া গেলে ভোট মাত্র পাঁচ পার্সেন্ট
না হবে যদিও বড় মার্চেন্ট ,
হওয়া যাবে মন্ত্রী-মিনিস্টার |
'হাতের পাঁচ' বাগধারা যেমন চলে চলুক-
নিয়ে তার দোসর স্বৈরাচার,
তেমন চলছে পাঁচ পার্সেন্ট ভোটের সরকার,
দেশ যেন মঘের মুলুক |
উঁচিয়ে পাঁচ আঙ্গুলের বজ্র মুষ্ঠি
গণমিছিলের দাবী এবার,
হটাও স্বৈরাচার
সাথে তার চৌদ্দ গুষ্ঠি |
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন