গণতন্ত্র, ধরা দাও আলিঙ্গনে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৯:০৭ সকাল

গণতন্ত্র নিষিদ্ধ এদেশে, কবি

দ্যাখা যাবে না

শোনা যাবে না,

বলা যাবেনা কথা|

কিছু শুনলেই,

কিছু দেখলেই,

সত্যি বললেই,

রুষ্ঠ গণতন্ত্রের দেবী|

চোখ থাকতে অন্ধ,

কান থাকবে বন্ধ,

মুখে স্পিকটি নট

দেবী হাসবে

আরো ভালোবাসবে

প্রমোশন ঝটপট|

তবুও আমরা বলব

বধির হলেও শুনব,

অন্ধ হলেও দেখব,

ফিনিক্স পাখির মত উড়বো,

জীবন চলার প্রয়োজনে|

আমাদের পথ সোজা

হবেনা দেবী পূজা,

গণতন্ত্র, ধরা দাও আলিঙ্গনে|

স্বৈরাচার হটাতে লড়ব

রাজপথে,আন্দোলনেই দেশ গড়ব|

বিষয়: বিবিধ

৬৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File