গণআন্দোলনের কবিতা-২

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:০৭:৪৬ রাত

কত পথ হাটলে পথিক হওয়া যায়,

আমি জানিনা |

সরকার কত স্বৈরাচারী হলে

গণতন্ত্র হারাবে ঠিকানা?

কতটুকু কমলে মাত্রা

বলা যাবে, বাক স্বাধীনতা করেছে অগস্ত্য যাত্রা?

কতটুকু নিয়ন্ত্রিত হলে ব্যক্তির হাত-পা-কান,

হবে ব্যক্তি স্বাধীনতার মহাপ্রয়ান?

নির্বাচনী ভোট কত হলে শতকরা হার

গণতন্ত্র হয়না, হয় জন্ম স্বৈরাচার?

গুম, খুন, ক্রস ফায়ারে মৃত্যু ভয়

এ'কেন হবে গণতন্ত্রের পরিচয়?

বাক, ব্যক্তি সব স্বাধীনতা মাটিতে খায় গড়াগড়ি

হায়, তবুও নাকি এদেশে গণতন্ত্রের ছড়াছরি!

এ'লজ্জ্বার গণতন্ত্রের মুখ আজ পুরু চাদরে ঢাকো

চাইনা তোমায় 'গণতন্ত্র' ক্ষমতার আঁচল যদি থাকো |

বাংলায়, এই বিনাশী গণতন্ত্র আমি চাই না,

শুধু নির্বাচিত হলেই গণতন্ত্র, আমি আজ মানিনা |

বিষয়: বিবিধ

৭৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File