আন্দোলনের সংলাপ -৩ (স্বপ্নীল আর কাঙ্খিতার ফেসবুক চ্যাট থেকে)

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:০৩:৩৫ সকাল

-কি ব্যাপার এলে না যে কাম্পাসে আজ?

-আজ আমি গৃহ বন্দী বেগম খালেদা জিয়া|

-যদিও প্রেসনোট অনুযায়ী যেতে পারি যথা ইচ্ছা তথা-

কিন্তু সদর দরজায় মস্ত তালা |

- কেন গাড়িতে এলেই পারতে?

- অবরোধ হরতালে গাড়ি বেরুবে না|

-রিক্সা বা স্কুটারে?

-পেট্রল বোমায় যদি হই পুরে অঙ্গার?

তাই মা হটাতই হয়ে গেলেন

জুলিয়াস সিজারের মতই সুকঠিন শাসক|

এই ফাল্গুনী সকাল, বসন্ত বেলা,

তোমায়, কিছুই আর দেখা হলো না আজ|

-হাহ, বলেছিলাম না সেদিন -

সবার আগে গণতন্ত্র চাই,

প্রেয়সীকে বলার আগে গণতন্ত্র চাই |

এই শতকরা পাঁচ বা দশ ভোট পওয়া মন্ত্রীদের

অকথ্য ভাষণ আর ভালো লাগে না,

সংলাপের বদলে পুলিশী তান্ডব ভালো লাগে না,

গণতন্ত্রের বসনে স্বৈরাচারের প্রেতনৃত্য

আর ভালো লাগে না আমার|

-সবার আগে গণতন্ত্র চাই,

প্রেয়সীকে বলার আগে গণতন্ত্র চাই,

দেশকে ভালোবাসার আগে গণতন্ত্র চাই আমার |

বিষয়: বিবিধ

৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File