সবার আগে চাই গণতন্ত্র
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৩৫:১৮ সকাল
নক্ষত্র, তোমার মিটিমিটি আলো
আর জ্বেলো না,
চাঁদ, মূখ গুজে থাকো মেঘের আড়ালে
রাতকে আজ জোস্ন্যাস্নাত কোরনা |
আঁধার থাকুক আকাশ ভরা
তবুও প্রেমের কথা আজ বোলোনা |
প্রেয়সীকে বলার আগে গণতন্ত্র চাই,
দেশকে ভালোবাসার আগে গণতন্ত্র চাই |
গণতন্ত্র, কে দিল তোমার গায়ে স্বৈরাচারের বসন?
তোমার নামে আজ কি নিদারুন দুঃশাসন !
তোমার নামেই রাষ্ট্রীয় হত্যা, ক্রস ফায়ার সবই দায়মুক্ত
তোমাকে দিয়েই হালাল আজ জগনের রক্ত |
আমিতো চেয়েছি শুধু, আমার মৌনতায় তুমি হবে ভাষা
ব্যথায়-বেদনায় আর বাঁচার দাবীতে তুমি দেবে আশা |
গণতন্ত্র, তোমাকে চেয়েছি যেন প্রমিথিউসের আগুন
তোমাকে চেয়েছি তাই মাঘের পরে যেমন আসে ফাগুন|
তোমায় ফিরে আসতেই হবে এই বাংলাদেশে
গণতন্ত্র, হয়তো রক্তাক্ত কিন্তু বিজয়ীর বেশে |
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন