আন্দোলনের সংলাপ -২
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৪৯:৫৪ রাত
(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)
কাংখিতা:
-কি ব্যাপার?
সেল বন্ধ, ফেসবুকেও নেই,
টুইটার একাউন্টও খা খা |
ইন্স্টাগ্রামেও নেই কোনো নুতন আপলোড |
তবে কি কৈলাসের শিখর থেকে এনেছো কোনো
জমাট তুষারখন্ড ?
যাতে ধিকি ধিকি জ্বলা বুকের আগুন
হয়েছে এ'বসন্তে শীতল |
স্বপ্নীল :
-ধিকি ধিকি জ্বলা এ'আগুন
জানি হবে স্ফুলিঙ্গ,
নীরব থাকা ভিসুবিয়াস বা ফুজিয়ামা
হয়ে উদগিরণ করবেই |
ছড়িয়ে যাবে নগরে থেকে নগরে
অলিতে-গলিতে, গ্রাম থেকে বন্দরে |
গণতন্ত্র, তোমায় দেইনি ছুটি,
তোমায় পেতেই ভুলেছি স্বৈরাচারের ভুক্রুটি|
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন