ফাগুন, তুমি এসোনা আজ
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৪৬:১৬ রাত
ফাগুন, তুমিতো এলে
ফিরে,কি পেলে?
পাখী কি গাইছে গান,
শুনেছ কি স্রোতস্বিনীর কলতান,
ফুলে ভ্রমর গুঞ্জরণ,
ধানের শীষে ছোয়া মাতাল সমীরণ?
প্রিয় বাংলাদেশ,
তুমি নও রূপসী বাংলা আর
তোমার উপত্যকায় মৃত্যুর হাহাকার.
অশ্রু বন্যা, ভালবাসা আজ নিঃশেষ|
দুঃ:শাষনের পাহাড় চূড়ায়
বিছিয়ে ক্ষমতার স্বপ্নজ্বাল
গুম, হত্যা, ক্রসফায়ারে মুড়িয়ে
এ’কোন ক্রান্তিকাল?
ফাগুন, দোহাই তোমার
এই মৃত্যু উপত্যকায় এসোনা আজ,
দেখোনা মৃত্যুর সকরুণ সাজ
তুমিতো এখনো সুন্দরের ঠিকানা আমার|
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন