তুমি যেন এই বাংলাদেশ
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:১৭:৫২ সন্ধ্যা
যখন কাছে থাকো তখন কাজে কন্ঠে
আমি যেন অবিকল ক্ষমতাসীন সরকারী দল |
সিনেমার সেলিব্রেটি নায়কের পাঁচ আনা অবয়বেও মন্ত্রীদের মতই উচ্চ কন্ঠ,
আমি দুমড়ে মুচড়ে দিতে চাই নগর রাষ্ট্রের সব গণতান্ত্রিক অধিকার |
তোমার দিকে তাকানো অবাধ্য দৃষ্টিগুলো
নিশ্চিন্ন করে দিতে আমি যেন সহসাই
রাবের ডিজি. আইজিপি বা যেকোনো পুলিশ
বিচার বহির্ভূত হত্যার উল্লাসে উদগ্রীব |
যখন তুমি থাকনা পাশে,
আমি যেন গৃহবন্দী বেগম খালেদা জিয়া |
সবুজ মাঠে, ধানের ক্ষেতে, শহরে বন্দরে যদিও
ঘুরে ফিরে বিপ্লবী মন, কিন্তু সদর দরজায় মস্ত তালা |
মন বলে ঢেকে দিওনা আরেকটু দেখি
তবুও শোকের পর্দায় ঢাকা আকাশ ও পাতাল |
তবুও, এই অবেলায় তুমিই যেন আমার বাংলাদেশ |
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন