মায়ের ভালোবাসা কখনোই শেষ হয় না
লিখেছেন লিখেছেন সৈয়দ মাকসুদুর রহমান ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫৩:১৯ সকাল
.....আমি বৃষ্টি দেখেছি,
বৃষ্টির শব্দ কান পেতে শুনেছি,
বৃষ্টির অভিরাম ধারা গভীরভাবে
উপলব্ধি ও করেছি।
আমি সন্তান হারা দুঃখিনী মা
দেখেছি,দুঃখিনী মায়ের কান্নার
শব্দও কান পেতে শুনেছি,
কষ্ট গুলোকে গভীর ভাবে উপলব্ধি
করেছি...!!
----
মানুষ সাগরের গভীরতা মাপতে
পারে কিন্তু সন্তান হারা একজন
দুঃখিনী মায়ের চোখের জলের
গভীরতা মাপতে পারেনী আজো।
কারণ একজন মা মাতৃত্বের শুরু
থেকে শেষ পর্যন্ত যে কষ্ট সহ্য
করে তার বিবরণ লিখে শেষ করা
আমার পক্ষে সম্ভবপর নয়।
গতসপ্তাহে যায়যায় দিন পত্রিকায়
একজন সন্তান হারা মায়ের
ছোট্ট একটি কলাম চোখে পড়ে।
ওই দুঃখিনী গর্ভধারীনি মায়ের
আর্তনাদে পুরো ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে শোকের
ছায়া নেমে আসে...
দুটি জমজ সন্তান জন্ম দেয়
ক্যমনে বা কী করেই যেন একটি
সন্তান মানুষ রূপী হিংস্র হায়েনার
দলেরই একজন চুরি করে নিয়ে
যায়,সংবাদকর্মী ও মিডিয়ার
সম্প্রচারে র্যাব সদস্যদের মাধ্যমে
নবজাতকের সন্ধান পেয়ে যায়।
হারিয়ে যাওয়া সন্তানটি মায়ের
বুকেই ফিরে আসে...
খুশিতে তখন মহিলার স্বামী বলেই
উঠল আমিএই ছেলেটিকে
সাংবাদিক বানাবো,,
দুঃখ কিন্তু বাবারও ছিল কারণ
বাবাদের কষ্ট গুলো কেউ দেখেনা
চোখের জল ও গড়িয়ে পড়ে না।
স্বাস প্রশ্বাসে রূপান্তর হয়।
ক্যামেরায় যেভাবে ক্যাপশন নিয়েছে
এঙ্গেলে এতে স্পষ্ট বুঝা যায়,
গর্ভধারীণী মায়ের দুঃখটা কতটুকু
বেদনাদায়ক ছিল,
কেননা মা' তো সন্তানকে ভ্রূণ
থেকে শুরু করে চল্লিশটি সপ্তাহ
পর্যন্ত বহু জ্বালাতন সহ্য করেও
নিজের পেটে ধারণ করে রেখেছে
সন্তানের এক একটি গুতোকে
মা হাসি মুখেই বরণ করে নেয়,
কোন কোন ক্ষেত্রে মায়ের এই
গর্ভকালীন সময়টি পৃথিবীর
ধ্বংসযজ্ঞের বেদনার চেয়েও
বিধুর।
সৃষ্টিকর্তা সকলকেই এই মহা
সম্পদ দেন না,আর সকলেই
এই দুঃখিনী মায়ের করুণাও
বুঝেনা।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন