আসলেই মানুষ সুন্দর!!

লিখেছেন লিখেছেন সৈয়দ মাকসুদুর রহমান ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:১১:২৭ সকাল

শিশুরা ফুলের মতো, সকলেই

শিশুদেরকে পেলে স্নেহের পরশ

বুলিয়ে দেয়...

.

পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার

শিশু জন্ম গ্রহণ করছে...কিন্তু

একজনের আকার গঠন ও

আচরণের সাথে অন্যজনের

মিল নেই ।

....

কেউ সাদা,কেউ কালো,কেউ

তামাটে রঙের, কারো নাক উঁচু,

কারো চেপ্টা,কারো মধ্যম

আকৃতির।

....

বড় হয়ে কেউ হয় খুব

লম্বা, কেউ হয় সুঠাম দেহের

অধিকারী, কেউবা মধ্যম,

আবার কেউ খুব খাটো,কেউ হয়

হালকা পাতলা,

....

কারো চেহারা খুব ধারালো,কারো

চেহারা লাবণ্যময়,আবার

অনেকের চেহারায় শুষ্কতা বিরাজ

করে, কোন শিশু হাসে, আবার

কোনো শিশু খুব কাঁদে...

....

কেউ আবার পিতামাতা তথা

পরিচিতজন ছাড়া অন্যের

কোলে যেতে চায় না।

,,পরিচিত অপরিচিত নির্বিশেষে

আদর পেলেই ছুটে যায় এমন

শিশুর সংখ্যাও খুব কম নয়।

ভয় দেখিয়ে কাউকে কাছে টেনে

আনা যায় না,সম্মান পাওয়া যায়

না, ভালোবাসা ছাড়া ঘনিষ্ঠতা

হয় না ,

---তেমনি শিশুদেরও ভয় দেখিয়ে

কাছে টেনে আনা যায় না, সম্মান

পাওয়া যায় না, ভালোবাসাও

যায় না ।বিপত্তি দেখা দেয়...

!

এই শিশুরাই একদিন মানুষ হবে,

সুন্দর হবে , মানুষ সুন্দর !

কতোটুকুন সুন্দর ! কার মতো

সুন্দর ? চাঁদের মতো ? ফুলের

মতো ? না তার চেয়েও সুন্দর,

তা তুলনা করে বলা যাবে না।

কারণ কোনো কিছুই মানুষের

মতো সুন্দর নয়...

বিষয়: বিবিধ

৮৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File