এটা কি বাঙালীর বৈশিষ্ট্য??
লিখেছেন লিখেছেন বাঙালীর কান্না ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:২৮:৩১ রাত
আমরা বাঙালী আজ শিক্ষা গ্রহণ করছি।
কেনো?
টাকা অর্জনের জন্যে??
ছোটোবেলা থেকে মা শিখান,আমাদের অনেক টাকা অর্জন করতে হবে তারজন্যে ভালো করে লেখাপড়া করতে হবে!!!
এটা কি শিক্ষার উদ্দেশ্য???
সৃষ্টিকর্তা এ জন্যে শিক্ষা অর্জন করতে বলেছেন??
এটাই এখন বাঙালীর কালচার হয়ে গেছে!!এখন বাঙালী লেখাপড়া করে,টাকা অর্জনের জন্যে রীতিমতো প্রতিযোগীতা করে।কিন্তু এ প্রতিযোগীতা সৎ,ধার্মিক,নির্লোভ ও দেশের উন্নয়ন মূলক কাজে করা হত তাহলে বলা লাগত না বাঙালীর অবস্থান আজ কোথায় যেত তা কল্পনার বাহিরে। তাই আসুন আমরা শিক্ষা অর্জন করি প্রকৃত মানুষ হবার জন্যে। তাহলে আর বাঙালীর চোখে কান্না থাকবে না।
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন