হীরক রাজার প্রজা আমি, অপরাধ আমার
লিখেছেন লিখেছেন হাসান ইমাম পারভেজ ০৫ অক্টোবর, ২০১৫, ০৩:২৭:৫১ দুপুর
যা ঘটছে তার হুশিয়ারী আগেই দিয়েছিল মেরিকার পত্রিকার আর্টিকেল - পড়ে দেখতে পারেন। তবে ফল একটু ভিন্ন দেখতে পেয়ে এখন তোড়জোড় করে মূল কাজে হাত দিয়েছে আর তা হল কেষ্ট বেটাই চোর তাই তারে পাকড়াও কর। সাথে আছে আনসার, টয়লেট টিস্যু, দূরদর্শন বক্স, দালালজীবী গোষ্ঠী।
প্রমাণ তথ্য প্রণেতারাতো আগেই বলেছিল ১৫জন কেষ্ট ধরা খাইছে ঈদের কাছাকাছি সময়ে,নাশকতার পরিকল্পনা করার সময়। তাই, ধরে ধরে সব কেষ্ট জনতারে খোয়াড়ে দাও। উত্তম কাজ।
কিন্তু আম-বা-নিম জনতারতো কোন উপকারতো হচ্ছেনা!
জানজট, ভাড়ার করাত, বাজারের আগুন, মশার আদরের ঘুম, প্রশ্ন-উত্তর ফাস, উন্নয়ন খাজনা, ডাক্তার-হাসপাতাল-ডায়গনস্টিক ব্যামো, ধানিজমির রাজপথ, নিয়োগ বাণিজ্য, ঘুষ-দুর্নিতী তরলিকরণ, খোয়াড়ের ভরে দেবার বাণিজ্য, আদার বেপারী দাদা ভাইদের সাথে মানিয়ে চলা, চাকুরেদের মণিব গোলামী, আইন শৃংখলা পরিস্থিতি, জংলী পরিস্থিতি, সংখ্যা লঘুর জমি দখল বা তার মুর্তীর ছিন্ন শরীরের অঘটন, গুলি বিদ্ধ আদমজাত অধস্তন, গায়েব করে দেয়ার কারবার বা হাজির করার, অসন্তুষ্ট রাস্তা দখলকারীদের হটিয়ে দেয়া সব কিছুই নিয়ন্ত্রণের মধ্যে বা সহ্য সীমার ভেতর আছে।
গায়ে উঠছে - নিম্ন মধ্যম আযের লাল জামা: অবস্থাতো রমরমা
তারপরও কেন যেন: মনে জেগে থাকে অভাব – আসলে দোষী: স্বভাব
আমাদের চেতনার কমজোরী – না দেখার বাড়াবাড়ি
সবই তো ঠিক খালি শান্তি পাইনা - অহন কি করি?
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন