শেখ হাসিনার আজকের বক্তব্য আর আমাদের বাস্বব সমাজের প্রেক্ষাপট
লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ১৮ অক্টোবর, ২০১৫, ০১:৫৭:২৬ দুপুর
শেখ হাসিনার আজকের বক্তব্য আর আমাদের বাস্বব সমাজের প্রেক্ষাপট
মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন,'রাসেলের ভাগ্যে যে পরিণতি, তা যেন কোনো শিশুর ভাগ্যে না ঘটে'
কিন্তু চলুন দেখা যাক বাস্তবতা কি বলে।
মদ্যপ অবস্থায় লিটন গুলি করলো শাহাদতকে।আর তাকে কারাগারে রাখা হয়েছে আরাম আয়েশে
http://bangla.thereport24.com/article/130888/index.html (দ্যা রিপোর্ট)
মায়ের পেটের বাচ্চায় বুলেট থেকে রক্ষা পাইনি .. যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে মায়ের গর্ভেই গুলিবিদ্ধ শিশু ...http://www.bartalap.com/archives/1182
নারায়ণগণ্জ এ সাত খুন কবে হবে এর বিচারhttp://www.amardeshonline.com/pages/details/2015/08/01/294987#.ViNN4m7nPDc
এবার এইচবিএম ইকবালের মাতাল ভাতিজার গাড়ি চাপায় শিশু হত্যা
http://onlinebangla.com.bd/post/12791
তাহলে এই সব নিজের ক্ষমতার বলে ইচ্ছা স্বাধীন ভাবে কথা বলা ছাড়া
আর কিছু না। শুধু রাজনৈতিক বুলি নেই কোন কার্যক্রম।
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন