শেখ হাসিনার আজকের বক্তব্য আর আমাদের বাস্বব সমাজের প্রেক্ষাপট

লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ১৮ অক্টোবর, ২০১৫, ০১:৫৭:২৬ দুপুর



শেখ হাসিনার আজকের বক্তব্য আর আমাদের বাস্বব সমাজের প্রেক্ষাপট

মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন,'রাসেলের ভাগ্যে যে পরিণতি, তা যেন কোনো শিশুর ভাগ্যে না ঘটে'

কিন্তু চলুন দেখা যাক বাস্তবতা কি বলে।

মদ্যপ অবস্থায় লিটন গুলি করলো শাহাদতকে।আর তাকে কারাগারে রাখা হয়েছে আরাম আয়েশে

http://bangla.thereport24.com/article/130888/index.html (দ্যা রিপোর্ট)

মায়ের পেটের বাচ্চায় বুলেট থেকে রক্ষা পাইনি .. যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে মায়ের গর্ভেই গুলিবিদ্ধ শিশু ...http://www.bartalap.com/archives/1182

নারায়ণগণ্জ এ সাত খুন কবে হবে এর বিচারhttp://www.amardeshonline.com/pages/details/2015/08/01/294987#.ViNN4m7nPDc

এবার এইচবিএম ইকবালের মাতাল ভাতিজার গাড়ি চাপায় শিশু হত্যা

http://onlinebangla.com.bd/post/12791

তাহলে এই সব নিজের ক্ষমতার বলে ইচ্ছা স্বাধীন ভাবে কথা বলা ছাড়া

আর কিছু না। শুধু রাজনৈতিক বুলি নেই কোন কার্যক্রম।

বিষয়: বিবিধ

১৪১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346163
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:১০
অবাক মুসাফীর লিখেছেন : পোলাডার হাসি দেখছেন?? ডাইরেক্ট বুকে ঘাই মারে...!
346167
১৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২২
হতভাগা লিখেছেন : রাসেলের ওজন বাংলাদেশের সব শিশুদের সমষ্টিগত ওজনের চেয়ে অনেক অনেক বেশী
346187
১৮ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:১৩
আবু মাহফুজ লিখেছেন : @ হতভাগা। যুগে যুগে সব হতভাগা সন্ত্রাসীরা নিজদেরকে তাই মনে করে। ৭৪ সালে দুর্ভিক্ষ, মাস্তানী, সন্ত্রাসের মাঝে আমরা শ্লোগান শুনতাম, "এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।" তারপর ৭৫ এর ১৫ই আগস্টের পর শ্লোগানের পরের অংশ শুনেছি, "এক নেতার এক দেশ - এক রাতে সব শেষ।" ফেরআউন, নমরুদ, লেলিন, স্ট্যালিন, এঙ্গেলস, হিটলার, পুতিন সহ যুগে যুগের সব মাস্তান, সন্ত্রাসী, স্বৈরাচারীরা নিজেদেরকে এক নেতার এক দেশ মনে করে এবং নিজেদেরকে সবার চে' আপার ক্লাস মনে করে, তারপর এক রাতেই সব শেষ হয়ে যায়। হতভাগারা হতভাগাই থেকে যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওয়া তাব্বা, মা আগনা আনহু মা'লুহু ওয়ামা কাসাব।
346230
১৮ অক্টোবর ২০১৫ রাত ০৮:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কৃষ্ণ করলে লিলা খেলা, আমরা করলে পাপ!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File