সত্য ঘটনা অবলম্বনে >> ২৭ বছর তরুনের প্রেমের ফাঁদে ৬৫ বছরের নারী,অত:পর শেষ পরিণতী
লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ২৮ আগস্ট, ২০১৫, ০২:২৯:১০ দুপুর
ঘটনাটা পাবনায় । এখানে তাদের ছদ্দনাম ব্যবহার করছি।কারন কখনই কোন মানুষের সম্মান হানি হোক এটা আমি চাই না ।তবে এটা থেকে যদি কেউ কিছু বাস্তবতা সম্পর্কে জানতে পারে সেই জন্য লেখাটা লিখছি ।।
যুবকটির বাড়ি রাজশাহীতে সে ঈশ্বরদীতে একটা ব্যবসা করতো।তবে তার সাথে যৌথ ব্যবসায় আরেক জন অংশিদারিত্ব ছিলো।
আর তার ব্যবসা প্রতিষ্ঠানের অপর পাশে ছিলো সেই ৬৫ বছরের মহিলার বাড়ি । যুবকটি সেই মহিলার বাসায় একটি রুম ভাড়া নেই । আর এর পর থেকে শুরু হল কাহিনী।
ঔই যুবকের সাথে মহিলাটার সম্পর্ক গড়ে উঠে এভাবে বছর পার হয়ে যাই । আর মহিলার বৃদ্ধ স্বামী ছিলো অসুস্থ।তাকে ঠিক মতো দেখাতো মহিলা।
হঠাৎ করে মহিলার সাথে যুবকটির সম্পর্কের কথা জানাজানি হলে ।স্বার্থের জন্য বৃদ্ধ বাবাকে ছেলেরা তাদের কাছে নিয়ে যাই। তারা বাবার সেবা করতে থাকে এভাবে কিছু দিন যাওয়ার পর বৃদ্ধটি মারা যাই।
আর মারা যাওয়ার আগে তার বাড়ি ছাড়া অন্য সম্পত্তি তাদের ছেলেদের নামে লিখে দেই ।
মহিলা তো যুবকের প্রেমে অন্ধ সে যুবকের বিয়ে করার জন্য চাপ দিতে থাকে।
অবশেষে শেষ পরিণতি :: যুবকটি তাকে বিয়ের আশ্বাস দিয়ে তার বসবাসের বাড়ি টি বিক্রয় করতে বলে আর সে তাকে নিয়ে রাজশহীতে থাকবে বলে আশ্বাস দেই ।
মহিলার তার প্রেমের ফাদেঁ পড়ে বাড়িটি বিক্রয় করে সব টাকা যুবকের হাতে দিয়ে দেই অত:পর যুবকটি সব টাকা দিয়ে উধাও।
অার যুবকটির কোন খোজ মিললো না ।অবশেষে মহিলার শেষ পরিণতি সব কিছু হারিয়ে নি:স্ব হয়ে গেলো ।
বিষয়: বিবিধ
৩৫২৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন