ঘরে ঢুকেই অবাক হয়ে গেলো সুমন ! তার স্ত্রী অপর্না

লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ০৬ জুলাই, ২০১৫, ০৬:২৫:০৫ সন্ধ্যা



ঘরে ঢুকেই অবাক হয়ে গেলো

সুমন!

তার স্ত্রী অপর্না ব্যাগ গুছিয়ে রেডী

হচ্ছে। , সুমনঃ কি হলো? ব্যাগ গুছাচ্ছ

কেনো? কোথায় যাচ্ছ? , অপর্নাঃ কই

আবার?! আমার বাবার বাড়ি যাচ্ছি! ,

সুমনঃ কেন? অপর্নাঃ কেন তুমি বুঝো

না? গত এক মাস ধরে বলছি তোমার

বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে,

তা তো তোমার কানেই যায় না! এই

বাড়ীতে হয় তোমার বাবা থাকবে নয়

আমি থাকবো! , সুমনঃ বাবা থাকলে

সমস্যা কি? (মিনমিন করে বললো

সুমন)। ,

অপর্নাঃ তোমার বাবার কাশির

শব্দে ঘুমাতে পারি না! কি দরকার এই

বুড়ো'টাকে বাড়িতে রেখে?

পাঠিয়ে দাও বৃদ্ধাশ্রম। রুমটা ভাড়া

দিলেও তো কিছু টাকা পাওয়া

যেতো! , অপর্নার কথা শুনে তাজ্জব

বনে যায় সুমন! ভালবেসে বিয়ে

করেছিল অপর্নাকে। শিক্ষিত, সুন্দরী

সব গুনই ছিলো অপর্নার মধ্যে।

সুমনের মা

মারা গেছে অনেক আগেই। সুমন

ছিলো

একমাত্র ছেলে। সুমনের মুখের

দিকে

তাকিয়ে আর বিয়ে করেন নি ওর

বাবা। সরকারি একটা চাকরি করতেন

তিনি। , অপর্নাঃ কি হল কথা বলছো

না কেনো? স্মৃতি হাতরে বেড়াচ্ছিল

সুমন। অপর্নার কথায় চমকে উঠলো। ,

সুমনঃ

কি বলবো? অপর্নাঃ কি বলবো মানে,

তোমার কি সিদ্ধান্ত বলো? , সুমনঃ

সিদ্ধান্ত! আমি বাবাকে বৃদ্ধাশ্রমে

পাঠাবো না, এইটাই সিদ্ধান্ত! (জোর

দিয়ে বললো সুমন)। , অপর্নাঃ আচ্ছা।

থাকো তুমি তোমার বাবাকে নিয়ে

আমি চললাম! ব্যাগ নিয়ে হনহন করে

করে বেরিয়ে গেলো অপর্না!

সিদ্ধান্তহীনতায ়ভুগছে সুমন!

একদিকে

বিবাহিত স্ত্রী অন্যদিকে জন্মদাতা

পিতা। ধীর পায়ে বাবার রুমে এসে

ঢুকলো সুমন। তখনই মনে পড়লো

বাবা

কিছুদিন যাবত অসুস্থ! বাবা বিছানায়

শুয়ে আছে। বিছানার পাশের

চেয়ারে বসলো সুমন। , বাবাঃ বাবা

সুমন!? (ক্ষীণ কন্ঠে ডেকে

উঠলো সুমনের

বাবা)। সুমনঃ জী বাবা? বাবাঃ একটু

পানি দিবি বাবা? টেবিল থেকে

পানি এনে দিলো সুমন। বাবাঃ বুকের

ব্যথাটা খুব বাড়ছে বাবা! সুমনঃ

আচ্ছা, কাল সকালে ডাক্তারের

কাছে নিয়ে যাবো। বাবাঃ

সকালে না তোর অফিস থাকে? সুমনঃ

একদিন অফিসে না গেলে কি হবে?! ,

পরম যত্নে বাবার গায়ের কাথাটা

ঠিক করে দিল সুমন। ঠিক যেমনিভাবে

তার বাবা ছোটবেলা সুমনের কাথা

ঠিক করে দিতো। চুড়ান্ত সিদ্ধান্ত

নিয়ে নিয়েছে সুমন। বউ গেলে বউ

পাবে কিন্তু বাবা গেলে বাবা

পাবে না।

লেখক : আরিফুল ইসলাম আরিফ

বিষয়: বিবিধ

১৩৬৯০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328872
০৬ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুমনকে অনেক ধন্যবাদ
লেখককে তো অবশ্বই ধন্যবাদ কারন খুব সুন্দর একটা লেখা পাঠকের জন্য দিয়েছে
328888
০৬ জুলাই ২০১৫ রাত ০৯:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কষ্টদায়ক। এমন বউ দরকার নেই।
328957
০৭ জুলাই ২০১৫ সকাল ১০:০৭
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : আজকাল স্ত্রীদেএ এই কোন ঘোড়া রোগে ধরলো?
আসলে আমার ছোট মাথায় যতটুকু ধরে তা হল বৃদ্ধ শশুড়কে সেবার ভয়,
আর শুনতে খারাপ লাগলেও অপকর্মের বাধাও
স্বামীরর পিতাকে ঘরে রাখতে না চাওয়ার কারনও বটে....
328969
০৭ জুলাই ২০১৫ দুপুর ১২:৪৭
হতভাগা লিখেছেন : এই ধরনের Mama's Boy / Papa's Boy টাইপ পোলাপাপনদের সাথে কি কোন মেয়ে সংসার করবে ?

বউয়ের কাজ কি বাবাকে দিয়ে হয় ?
328977
০৭ জুলাই ২০১৫ দুপুর ০১:১৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সুমন। বউ গেলে বউ পাবে কিন্তু বাবা গেলে বাবা পাবে না।-
এই রকম ছেলে চাই, ঘরে ঘরে.. অনেক ধন্যবাদ..
329220
০৮ জুলাই ২০১৫ রাত ১০:১৬
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো
329596
১১ জুলাই ২০১৫ রাত ০৯:৩৫
মহিউদ্দিন মাহী লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File