"ধর্ম যার যার উৎসব সবার,রাজনীতি যার যার জামায়াতের উপর এত ক্ষোভ কার"

লিখেছেন লিখেছেন সত্যের সন্ধ্যানে ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫৩:৩৬ রাত

আমাদের দেশ বাংলাদেশ।

ইতিহাস সাক্ষী, বাংলা ভাষাকে রাস্ট্রভাষা করার প্রথম ‘আনুষ্ঠানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক’ দাবী জানানো হয় ১৯৪৮ সালের ২৭শে নভেম্বরে। ঢাকা ইউনিভারসিটি জিমনেসিয়ামের মাঠে

তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর নিকট এই দাবী পেশ করেন তুখোড়

ছাত্রনেতা,রাস্ট্র বিজ্ঞান বিভাগের এমএ এর মেধাবী ছাত্র, তৎকালীন ডাকসু’র জিএস, গোলাম

আযম।যিনি ভাষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করে না তাকে বানানো

হয়েছে রাজাকার কোন দেশ এটি যে দেশের মানুসের ভোরের আল্লাহুআকবার ধ্বনিতে ঘুম

ভাঙ্গে সেই দেশে ভাষা সৈনিককে বানালো হলো রাজাকার।কবে বুঝবে আমাদের সমাজের মানুষ।

কবে প্রতিবাদ কণ্ঠে বলবে সাঈদীর মুক্ত না দিলে রাজপথ ছাড়বো না।এখনও সময় আছে মানুষ ভালো মানুষদেরকে মুক্তির আন্দোলন করেন।তা নাহলে এমন সময় আসবে শুধুই "আপসোস"

করবেন কাদেরকে হারালাম আমরা।

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File