ইসলামের বিভাজন শেষে কবে মুসলমানেরা হবে সংযোজন
লিখেছেন লিখেছেন একনিষ্ঠ এক্টিভিষ্ট ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:১৭:২১ রাত
যখন অমুসলিমদের মধ্যে দাওয়াত দিতে যাই, একজন মুসলমান হিসেবে খুব কষ্ট ও শংসয়ের মধ্যে পরি যখন তারা দাওয়াতের কথা না শুনে উল্টা প্রশ্ন করে যে,মুসলমানেরাই যদি সবচেয়ে ভাল হয় তবে তাদের মধ্যে এত বিভাজন কেন?
আবার মুসলমানদের মধ্যে দাওয়াত দিতে গেলে তারা যখন বলে হুজুরেরা এত ভালো হলে একজন আরেকজনকে দেখতে পারে না কেন? তখন কি জবাব দেব ভেবে পাই না ।
শুধু মনে মনে ধিক্কার দেই ঐসব মুসলিম নামের কুলাঙ্গারদের যারা সবকিছু জানা থাকা সত্ত্বেও নিজেদের কু মতলব হাসিলের জন্য অথবা অন্য কারো পা চাটা গোলামী করার জন্য ধর্মের অপ ব্যাখ্যা করে মুসলিমদের মধ্যে বিভেধ সৃষ্টি জরে চলছে । আল্লাহ যেনো তাদের মুখোশ খুব দ্রুত উন্মোচন করে এবং আমাদের যেন সরল সঠিক পথে পরিচালিত করে সেই কামনাই করি ।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন