ডায়েরীর সন্ধ্যানী

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ০৬ মার্চ, ২০১৬, ০৯:২৩:২২ রাত

আমার জীবনে এই ফেইজবুকই ছিল...

সে যেই দিন আমার জীবনে আসলো নিজের ডায়েরী মনে করে গিয়েছি.....

নিজের মনের কথা কষ্ট কাউকে বলতে না পারলেও এই ডায়েরীতে চিরকুটের মতো লিখে রেখেছি... যা শুধুই আমার একান্তই আমার, ডায়েরীর লিখাগুলি হয়তো যে লিখেছে সে মারা গেলে অন্যরাও দেখতে পাবে, কিন্তু আমারটি আমার বর্তমানে -অবর্তমানে তা একান্ত আমিই জানবো, আর আমার সৃষ্টিকর্তা দেখতে পাবে....আমার হারিয়ে যাওয়ার সাথে সাথে ডায়রীগুলোও হারিয়ে যাবে....

আমার ডায়েরীর পাতায় পাতায় শুধুই আমার না পারার,না বলা কথাগুলি.... দরজার পেছনে নিশ্চুপ বিড়ালের ন্যায় নিঃশব্দ তায় কেদে যাবার শব্দ হয়তো কেউউ পায়নি জানে নি, জানবেও না, কিন্তু আমার ডায়েরীর পাতায় তা লিখা আছে....

আমার মধ্যে বড় ধরনের অভিমান কাজ করলেও যেহেতু তার বহিঃপ্রকাশ করিনি তাই কখনওই আমার আবদারগুলির দিকে কেউ কান দেয়নি....আমার কোন কিছু না চাওয়ার পেছনের কারনো হয়তো কেউ জানবে না, কোন কিছু চেয়ে না পেয়ে আশায় বেধে রাখা বুক ভাংগার পর আমার কান্নার জলের একমাত্র সাক্ষী হয় সেই দরজার পেছনে গুটিশুটি হয়ে বসে থাকার মতো জায়গাটা, আর আমার সেই অশ্রুতে ভাজা বালিশই আমার সেই বুক ফাটা আর্তনাদের সাক্ষী.....

এভাবেই আমার মতো হাজারো ছেলে -হাজারো মেয়ে আর্তনাদ করে তা জানা আছে আর সেইটাই তো চুপ করে থাকার জন্য শান্তনার জন্মদদেয়...

মাঝে মাঝে আসলেই বুঝতে পারি কেন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়.....

শখে তা বাছা হয় না, পৃথীবি তুমিই জানো সেই অভিমানী কিন্তু বহিঃপ্রকাশে ব্যর্থ জীবগুলি কিভাবে আজও কেদে যায় সেই দরজার কোনায়.........

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361647
০৬ মার্চ ২০১৬ রাত ১১:০৬
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:৫৪
299782
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : পড়ার জন্য আর উপলব্ধির জন্য ধন্যবাদ....
361650
০৬ মার্চ ২০১৬ রাত ১১:৩৪
দ্য স্লেভ লিখেছেন : হাসি কান্না মিলেই জীবন। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। তিনি সব দু:খ দূর করে দিবেন।
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:৫৩
299781
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : আল্লাহর উপর অটুট তাওয়াক্কুল করেই তো আছি...... দোয়া করবেন ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File