পৃথিবীর বুকে এখন পর্যন্ত ৬ টা বছর একটানা শোষীত এক ব্যাচ শিক্ষার্তী
লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:৫১:১৮ দুপুর
HSC-2017 ব্যাচ পৃথিবীর সব থেকে শোষনের শিকার একটি ব্যাচ......
যত রকম যন্ত্রনা, পরীক্ষামুলক বাশ দেয়া যায় এই ব্যাচটির উপর দিয়েই সব যাচ্ছে সেই যখন ব্যাচটি ৫ম শ্রেণিতে পা দেয়,
সেই ৫ম শ্রেণী থেকে এই ব্যাচ বঞ্চনার শিকার কেউ নেই দেখার, আমরা আজ নিশ্চুপ দাসীস ন্যায় সব কিছুই মেনে নিচ্ছি.. শুনে যাচ্ছি, স্বীকার করে নিচ্ছি যা চাপাতে চাচ্ছে আমাদের ভুতুড়ে শিক্ষা ব্যবস্থা....
আমাদের ব্যাচটির নানা হতাশা.দুর্দশা..
১.১ম ধাক্কা সেই ছোট বেলায় ক্লাস ফাইব এর প্রায় শেষের দিক সরকারের মাথায় কি ভুত চাপলো বল্লো pSC হবে, আচ্ছা ভাল কথা নে,কিন্তু আমাদের কেন এক দিনে ২ টি করে পরীক্ষা দিতে হবে?গেল একটি বাশ,
২.এর পরই আমরাই ৬ষ্ঠ শ্রেনীর প্রথম সৃজনশীল ধারার শিক্ষার্থী... annother Bambooooo.
৩.আমরাই আবার ৮ম শ্রেণীর সেই ব্যাচ যাদের পরীক্ষার ২ মাস আগেও প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়।
৪.আমরাই তো সেই ব্যাচ যারা ১০ শ্রেনীর পরীক্ষার সময় নানা বাশের শিকার, আমাদের আগের ব্যাচও কি সুন্দর পরিক্ষা দিল আর আমমরা হরতালের শিকার.........মনে নেই??
৫.আবার আমাদেরকে দিয়েই শুরু হল অনলাইন choosing system, অসাধারন সিস্টেম একটি ছেলেও আবার মহিলা কলেজে চান্স পায়
বিষয়: বিবিধ
১৪২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক হয়েছে আমাদের সাথে....
আর না ভাই,
সহ্যের সীমা কী তাই আজ জানি না,
এইভাবে ধুকে ধুকে মরতে পারবো না...
আপনাদের কিছু উপদেশ চাই.
কেন ভাই, একটি হলেও মশাল ছেড়ে যেতেন আমাদের জন্য.........
মন্তব্য করতে লগইন করুন