চিন্তিত নাগরিকে আর্তনাদ

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ০৫ নভেম্বর, ২০১৫, ০৩:২৯:০৩ দুপুর

ব্লগার খুন(কারনটা আমার এখন মুখ্য বিষয় না)

তার পর বিদেশী নাগরিক খুন, ধর্ম যাজকের উপর হামলা,

এখন শাহবাগীরা বলছে তাদের নিরাপত্তা দরকার! (নিরাপত্তা দরকার কথাটির অর্থ বিশদ)

এখন তাদের জন্য কি পুলিশ বগলে ঝুলিয়ে দিবে নাকি?নাকি বাসায় প্রাইম মিনিস্টার এর মতো নিরাপত্তা চাদর বানাতে হবে, জানিনা কি বোঝাতে চেয়েছে তারা,কিন্তু যেহেতু তা সম্ভব নয় সেহেতু তারা বলবে আমাদের দেশের বাহিরে পাঠিয়ে দিন,(নিরাপত্তা দিন কথাটির প্রকৃত অর্থ এইটিই)

আচ্ছা যাই হোক পুলিশ জনগনের নিরাপত্তা নিয়ে ভাববে নাকি শাহবাগীদের নিরাপররার চাদরে ঢাকবে?

আচ্ছা যেই পুলিশ নিরাপত্তা দিবে সেই পুলিশেরই কি নিরাপত্তা আছে,?? আশংকাজনকভাবে পুলিশের ওপর হামলা - পুলিশ খুনের প্রচেষ্টা বেড়েছে!

তো যেই পুলিশের নিজের নিরাপত্তাই নেই তারা নাকজ জনগনের নিরাপত্তা দেবে!

দেশ দিনকে দিন কি পরিস্থিতির দিকে এগুচ্ছে তা কল্পনাও করা যায় না....

একে ক্ষমতাসীনদের নিজেদের মনগড়া, ফাইজলামি মন্তব্য দেশকে অস্থিতিশীল করতে উপযুক্ত মাধ্যম হয়ে দাড়িয়েছে।সাথে বেড়েছে নীরব আতংক,সাথে নিরাপত্তা হীনতা,সাথে দারিদ্রতা,সাথে দেশের উপর বিদেশীদের নানা কর্মকান্ডে নাক গলানো, যা মোটেই সুখকর নয়।পুরোপুরিভাবে আব্বুর ভাষায় নীরব অরাজগতা চলছে দেশে....

এত কিছুর মাঝেই দাড়িয়ে আছি আমি-আপনি। আর যারা দেশপ্রেম নিয়ে শত পাতার উক্তি করেন তারা কিন্তু দেশের এই ক্রান্তিকালে দেশেই নেই, তারা দেশে আসে শুধু নিজেদের দেশপ্রেম প্রদর্শনের জন্য,তারা দেশের বাহিরের জায়গাকে বলে 2nd home আসলে তারা আমাদের দেশকেই তাদের তাদের 2nd home বানিয়ে রেখেছে......

shame Bangali.

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

348579
০৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাথাপিছূ ২০০০০০ টাকা নিরাপত্তা ব্যায় কে দিবে???
১২ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২২
297929
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : আমাদের মতো পিঞ্জিরাবদ্ধ, আতংকিত,
জনগনই দেবে....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File